1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিভারপুলের মালিকানা এবার যেতে পারে সিঙ্গাপুরে

১২ অক্টোবর ২০১০

সংকটে থাকলে কি হবে, ইংল্যান্ডের লিভারপুল ফুটবল ক্লাব কিনে নিতে চায় অনেকেই৷ সিঙ্গাপুরের কোটিপতি পিটার লিম এবার ৩৬ কোটি পাউন্ড হেঁকে বসলেন৷

https://p.dw.com/p/Pcmy
লিবারপুল ফুটবল ক্লাবের ফ্যানছবি: MIA

‘ফোর্বস' পত্রিকার সূত্র অনুযায়ী ৫৭ বছর বয়স্ক এই কোটিপতির সম্পদের পরিমাণ ১৬০ কোটি ডলার৷ তিনি খেলা ভালবাসেন, তাই লিভারপুলের মতো ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ক্লাবকে আবার মর্যাদার আসনে বসাতে চান৷ তিনি বলেন, ‘‘আমি এই ক্লাব পুনর্গঠন করে ইংল্যান্ড ও ইউরোপের ফুটবল জগতের প্রথম সারিতে ফিরিয়ে আনতে চাই৷''

লিম লিভারপুল ক্লাব কেনার জন্য ৩২ কোটি পাউন্ড ব্যয় করতে চান৷ নতুন ও ভালো খেলোয়াড়ের পেছনে বাকি ৪ কোটি পাউন্ড ঢালতে চান৷ এর আগে অ্যামেরিকা থেকে ৩০ কোটি পাউন্ডের এক প্রস্তাব এসেছিল৷ ক্লাবের পরিচালকমণ্ডলী সেই প্রস্তাব বিবেচনাও করছিল৷ তারই মধ্যে এলো ৩৬ কোটি পাউন্ডের এই প্রস্তাব৷

লিভারপুলের সংকট কম নয়৷ প্রায় ২০ কোটি পাউন্ড ঋণে জর্জরিত হয়ে রয়েছে৷ লিম ক্লাব কিনে নিলে সেই ঋণ শোধ হয়ে যাবে৷ কিন্তু ক্লাব বিক্রি করাও মোটেই সহজ হবে না৷ লিভারপুলের সভাপতি মার্টিন ব্রটনের আদৌ ক্লাব বিক্রি করার অধিকার আছে কি না, মঙ্গলবার এক আদালতে সেবিষয়ে শুনানি চলছে৷ এমন এক অবস্থায় ক্লাবের খেলার মানও বেশ পড়ে গেছে৷ এখন দেখা যাক, লিম ক্লাবের পরিত্রাতার ভূমিকা অর্জন করতে পারেন কি না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক