1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘লুম ব্যান্ড' কি ক্ষতিকর?

সনিয়া আঙ্গেলিকা ডিন/জেডএইচ১০ সেপ্টেম্বর ২০১৪

জার্মানিতে শিশু-কিশোরদের প্রিয় খেলার সামগ্রীর তালিকায় সম্প্রতি ‘লুম ব্যান্ড' একটা বড় অংশ দখল করে নিয়েছে৷ তবে এই ফিতা বা বন্ধনী ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

https://p.dw.com/p/1D9N2
Newquay Beach Fundsachen
ছবি: Tracey Williams/Lego Lost at Sea

চুল বাঁধার জন্য যে রাবার ব্যান্ড রয়েছে, লুম ব্যান্ড দেখতে অনেকটা সেরকম৷ তবে এগুলো হরেক রংয়ের হয়ে থাকে৷ শিশু-কিশোররা এই ব্যান্ড বুনে ব্রেসলেট, নেকলেস সহ অনেক কিছু তৈরি করতে পারে৷ এই কাজ সহজ করার জন্য ক'বছর আগে বাজারে এসেছে ‘রেইনবো লুম' নামে বিশেষ এক ধরনের তাঁত৷

সমস্যা হচ্ছে, লুম ব্যান্ড তৈরি হয় প্লাস্টিকের মতো এক ধরনের উপাদান দিয়ে৷ ঠিক রাবার ব্যান্ড বা হেয়ার ব্যান্ডের মতো৷ এই উপাদান এতটাই তাপ প্রতিরোধী যে, পরবর্তীতে একে গলিয়ে অন্য কোনো কিছুতে পরিণত করা সম্ভব নয়৷ ফলে লুম ব্যান্ড নিয়ে যখন খেলা শেষ হবে, তখন সেগুলো যেখানে সেখানে ফেলা হতে পারে৷ সেখান থেকে তাদের অবস্থান হতে পারে সাগরে৷ আর সেখানেই আশঙ্কা বিশেষজ্ঞদের৷ কারণ প্লাস্টিক জাতীয় পণ্য সাগরের পানিতে মিশে সাগরের তলদেশের পরিবেশের যে ক্ষতি করতে পারে, লুম ব্যান্ডের পক্ষেও তেমনটা সম্ভব, বলে মনে করছেন তাঁরা৷

Lego Steine auf den britischen Stränden
চুল বাঁধার জন্য যে রাবার ব্যান্ড রয়েছে, লুম ব্যান্ড দেখতে অনেকটা সেরকমছবি: Tracey Williams/Lego Lost At Sea

ব্রিটেনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা ‘ওয়েস্টকানেক্ট' সম্প্রতি এক প্রতিবেদনে লুম ব্যান্ড ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে৷

এর সঙ্গে একমত পোষণ করেছেন ট্রেসি উইলিয়ামস৷ তিনি ইংল্যান্ডের নিউকোয়ে বিচ এলাকায় পরিষ্কার কর্মী হিসেবে অনেকদিন ধরে কাজ করছেন৷ সাগরে ভেসে আসা প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য পরিষ্কার করাই তাঁর কাজ৷ তিনি বলেন, ‘‘অনেক লুম ব্যান্ডই এখন রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা যাচ্ছে৷ পরে সেগুলো নর্দমায় পড়ে গিয়ে সেখান থেকে নদী এমনকি সাগরে চলে যাচ্ছে৷'' উইলিয়ামস বলেন, এখনই তিনি উপকূল এলাকায় প্রতিদিন গড়ে পাঁচটির মতো লুম ব্যান্ডের তৈরি নেকলেস কিংবা ব্রেসলেট পাচ্ছেন৷ ‘‘ভবিষ্যতে এটা বড় ইস্যুতে পরিণত হবে'', বলে মন্তব্য করেন তিনি৷

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের কর্মী ইলসে স্মিটও লুম ব্যান্ডকে ভবিষ্যতের জন্য একটা বড় সমস্যা মনে করছেন৷ তবে সেটা যেন না হয় সেক্ষেত্রে মা-বাবাকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য