1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেভারকুজেনের সঙ্গে তালিকায় প্রথম বায়ার্ন

৭ ফেব্রুয়ারি ২০১০

আবার আর্জেন রবেন ফুলকি৷ বায়ার্নের মাথায় বহুদিন পর বুন্দেসলিগার টপে ওঠার মুকুট৷ যদিও লেভারকুজেনের সঙ্গে ভাগাভাগি করে, তবু!

https://p.dw.com/p/Luj5
গোল দেওয়ার পর রবেনছবি: AP

ফলাফল হয়েছে ৩-০৷ বায়ার্ন মিউনিখের অনুকূলে৷ আবার গোল দিয়েছেন ডাচ উইংগার আর্জেন রবেন৷ পরপর তিন ম্যাচে একটানা গোল৷ বিপক্ষে শনিবার ছিল ভল্ফসবুর্গ৷ বায়ার্নের এই ফলাফল এক লহমায় পয়েন্টের বিচারে বুন্দেসলিগার সেরা দলকে এক নম্বরে তুলে নিয়ে গেছে৷ কিন্তু, রহু ধৈর্যং৷ কারণ, লেভারকুজেনের সঙ্গে এক নম্বর জায়গাটা ভাগাভাগি করতে হচ্ছে বায়ার্নকে৷ দু দলেরই সংগ্রহ ৪৫ পয়েন্ট৷ তবে, গোলের বিচারে এখনও এক নম্বরে লেভারকুজেনই৷

সমর্থকরাও সেকথা জানেন৷ তাঁরা অতএব অনেকদিন পরে এক নম্বর জায়গাটা ছুঁতে পেরেই খুশি৷ বলা বাহুল্য, মিউনিখে চলতি নিরাপত্তা সম্মেলনের বজ্রআঁটুনির বাইরে বায়ার্ন ফ্যানেদের পার্টি জোরদার জমে গেছে শনিবার সন্ধ্যা থেকে৷ রবেনের নামটা শোনা গেছে বারবার৷ সেই গত বছরের অগাস্ট মাসে বায়ার্নের জার্সি গায়ে চড়ানোর জন্য রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়ে এসেছিলেন রবেন৷ তারপর থেকে এ পর্যন্ত সাতটা গোল৷ ফলে বায়ার্নের তারকা তো রবেন বটেই৷

Fußball Bundesliga - FC Bayern München gegen Mainz 05
বায়ার্নের হয়ে দ্বিতীয় গোলটি দিয়েছেন ফন বুইটেন (বাঁদিকে)ছবি: AP

রবেনই প্রথম গোলটা দিয়েছেন৷ তারপর এসেছে ফন বুইটেনের গোল আর শেষ আত্মঘাতী গোলটা করে দেন বল্ফসবুর্গেরই আন্দ্রেয়া বারজাগিল৷ ফলে বায়ার্নের জয়ের ভিত মজবুত করতে আর তেমন কিছু আলাদা করে করতে হয়নি৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - রিয়াজুল ইসলাম