1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শচিন টেন্ডুলকার: শুভ হোক তোমার জন্মদিন

২৪ এপ্রিল ২০১০

আজকের তারিখটির কথা কি আপনাদের মনে আছে? আজ ২৪ এপ্রিল৷ এই দিনটিতেই জন্ম নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের জাদুকর শচিন টেন্ডুলকার৷ আইপিএল খেলতে গতবার তিনি একই সময় ছিলেন না দেশে৷ এবার কিন্তু আছেন৷

https://p.dw.com/p/N5CD
ছবি: picture-alliance / dpa

আগামীকাল রবিবার মুম্বাইয়ের ড. ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমি মাঠে নানা ঘটন- অঘটনের ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ বা আইপিএলের ফাইনাল ম্যাচ৷ সকলের আশা শচিনের নেতৃত্বেই এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স দল৷ তবে এখনো জন্মদিনের এই বালকের আগামীকালের ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি৷

শচিনের ভক্তরা কিন্তু এই জিনিয়াসের জন্মদিন পালন শুরু করেছেন গতকাল শুক্রবার থেকেই৷ ভারতের বিভিন্ন স্থানে শিশুরা শচিনের জার্সি গায়ে চাপিয়ে কেক কেটে বেশ আনন্দের সঙ্গে আগাম জন্মদিন পালন করেছেন৷ বলেছেন, হ্যাপি বার্থ ডে টু শচিন৷

দ্য হিন্দু পত্রিকার এক সংবাদে বলা হয়েছে, শচিনের জন্মদিন এখন কেবল ঘরোয়া অনুষ্ঠান নয়৷ এটা যেন জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে৷ আন্তর্জাতিক ম্যাচে এই খেলোয়াড়ের ডেব্যু হয়েছিল প্রায় ২১ বছর আগে৷ আর সে সময়ের লিটল জিনিয়াস এখনও ধরে রেখেছেন তাঁর খেলা৷ সমান তালে পিটিয়ে যাচ্ছেন ব্যাট৷ ভরছেন রানের থলে৷

Indien Cricket Sachin Tendulkar
ছবি: AP

আইপিএলের খেলাতেও তিনি দারুন পারফর্মেন্স উপহার দিয়েছেন৷ আর তাই জন্মদিনের আগের রাতে মুম্বই ইন্ডিয়ান্সের কাপ্তান শচিনের নাম ঘোষণা করা হলো শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসাবে৷ জন্মদিনের উপহার হিসাবে এটা সত্যিই সুন্দর৷ কি চাইছেন এখন শচিন? টাইমস নাউ পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বললেন, ‘সব সময় জীবন মসৃণ পন্থায় চলে না কখনও কখনও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়৷ এসব বাধা পেরিয়ে আসতে হবে৷ সকল বাধা বিপত্তি পেরুতে ক্রিকেট সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি৷' কথাটা যে আইপিএল নিয়ে সৃষ্ট বির্তকের পটভূমিতে বলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না৷

ভারতীয় পত্রপত্রিকা শচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলছে, শচিনের জন্ম হয়েছে কেবল ক্রিকেট খেলার জন্যই৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম