1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতবর্ষেও সদর্পে মঞ্চ নাচাচ্ছেন দুই কিংবদন্তি

১১ ডিসেম্বর ২০১০

একজন হলেন ইয়োহানেস হেসটার্স৷ আর অপরজন ম্যানুয়েল ডে ওলিভেরা৷ ১০৭তম জন্মদিনেও মঞ্চে অনুষ্ঠান করলেন হেসটার্স৷ অন্যদিকে, ১০২ বছর বয়সেও আরো কিছু ছবি উপহার দেওয়ার ঘোষণা ওলিভেরার৷

https://p.dw.com/p/QVwl
ইয়োহানেস, হেসটার্স, ম্যানুয়েল, ডে, ওলিভেরা, ১০৭, জন্মদিন, মঞ্চ, হেসটার্স, ১০২, বছর, ঘোষণা, ওলিভেরা, Johannes, Hesteers, Germany, Portugal, Singer, Film, Director,
গত জুলাইতে একটি অনুষ্ঠানে ইয়োহানেস হেসটার্সছবি: picture alliance/dpa

ডাচ বংশোদ্ভূত তারকা শিল্পী হেসটার্স বাস করেন জার্মানিতে৷ ভক্তদের কাছে সমধিক পরিচিত আদুরে নাম ‘ইয়োপি' হিসেবে৷ কণ্ঠে কিছুটা চিড় ধরেছে৷ দৃষ্টি শক্তিতেও খানিকটা প্রলেপ৷ তবুও মনের জোরে ঘাটতি নেই একটুও৷ বলেই হয়তো অভিনেত্রী বধূ সিমোন রেথেল হেসটার্সকে নিয়ে এখনও ভক্তদের নাচালেন হেসটার্স৷

৩০ এর দশক থেকে সংগীত জগতে দাপটের সাথে বিচরণ করছেন হেসটার্স৷ ৫০ এর দশকে এসে ছবি তৈরির কাজে ইস্তফা দিলেও মঞ্চ অনুষ্ঠান থেকে এখনই বিদায় নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷ এ বছর জার্মান শহর এয়ারফুর্টে হাজির হলেন ‘ইয়োপির ১০৭তম আসর'-এ৷ ভিয়েনা থেকে প্রকাশিত পত্রিকা ‘কুরিয়ার'কে হেসটার্সের চিকিৎসক জানিয়েছেন, এখনও কোন ওষুধ-পত্রের উপর নির্ভরশীল নন তিনি৷ এছাড়া রক্ত ও হৃদস্পন্দন দিব্বি চলছে স্বাভাবিক গতিতেই৷ তাই হেসটার্স প্রতিবছরই পরবর্তী বছর আবার হাজির হওয়ার কথা দিয়েই বিদায় নেন ভক্তদের কাছে৷ এখন পর্যন্ত কথা রেখেও চলেছেন এই শতবর্ষী শিল্পী৷

অন্যদিকে, পর্তুগিজ চলচ্চিত্র নির্মাতা ওলিভেরা৷ বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি পরিচালক৷ তবুও এখন নাকি তিনি পরিকল্পনা করছেন আরো কয়েকটি ছবি তৈরির৷ এর মধ্যে রয়েছে পর্তুগিজ লেখক আগাস্টিনা বেসা লুই-এর বিখ্যাত উপন্যাস ‘রাত্রি পাহারা'৷ বার্তা সংস্থা লুসা'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এই ছবিটি তৈরি না করে অন্য জীবনে যেতে চাই না আমি৷'' শুধু তা-ই নয়, একইসাথে বলেছেন, ‘‘এটির আগেই আরো কিছু পরিকল্পনা রয়েছে আমার৷''

নিজের জন্মস্থান অপোর্টো শহরে তাঁর সর্বশেষ স্বল্পদৈর্ঘ্য ছবির প্রথম প্রদর্শনীতে গিয়ে এসব ইচ্ছার কথা ভক্তদের জানালেন ওলিভেরা৷ উল্লেখ্য, তাঁর প্রথম ছবি ‘ডোরো, ফাইনা ফ্লুভিয়াল' মুক্তি পায় ১৯৩১ সালে৷ ৮০ বছরের পেশাগত জীবনে তিনি প্রায় ৫০ টি ছবি এবং তথ্যচিত্র নির্মাণ করেছেন৷ তাঁর শেষ ছবি ‘অ্যাঞ্জেলিকার অদ্ভুত কাহিনি' এ বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক