1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতাধিক হাউজিং কোম্পানি: অনুমোদন আছে মাত্র ২৬টির

১৪ ফেব্রুয়ারি ২০১১

রাজধানীর আশপাশের জলাধার আর নদী ভরাট করে চলছে বেসরকারী হাউজিং প্রকল্পের কাজ৷আর বালু দিয়ে ভরাট করে নষ্ট করা হচ্ছে ফসলি জমি৷ যা ভয়াবহ পরিবেশ বিপর্যয় ডেকে আনছে৷

https://p.dw.com/p/10GgC
শতাধিক, হাউজিং, কোম্পানি, অনুমোদন, ২৬, Dhaka, Housing, RAJUK, Chairman, Company, Illegal, Mobile, Court, Legal, Action
তেজগাঁওয়ের সেই অভিশপ্ত বহুতল৷ ফাইল ছবিছবি: picture-alliance/dpa

অবাক করা ব্যাপার ঢাকায় শতাধিক হাউজিং কোম্পানি থাকলেও মাত্র ২৬টির অনুমোদন আছে৷ রাজউক বলছে হাউজিং কোম্পনিগুনলোর অবৈধ তৎপরতা বন্ধে শিগগিরই মাঠে নামবে মোবাইল কোর্ট৷

পরিবেশ আন্দোলনের নেতা এবং স্থপতি ইকবাল হাবিব ডয়চে ভেলেকে জানান, পরিকল্পিত নগরায়নের জন্য প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে৷ একটি প্রভাবশালী মহল এর বাস্তবায়ন বাধাগ্রস্ত করছে৷ এর মধ্যে সরকারের প্রভাবশালী ব্যক্তিরাও আছেন৷ হাউজিং প্রকল্পগুলো ঢাকার চারপাশের জলাধার এবং নদী দখলের মহোৎসব শুরু করছে৷ দখল হয়ে যাচ্ছে তুরাগ, বালু ও ধলেশ্বরী নদী৷ আর এতে রাজধানী বন্যার পানিতে ডুবে যাবে৷ তিনি জানান , আরো ভয়াবহ ব্যাপার হল রাজধানীর আশপাশের সবুজ ও ফসলী জমি অবৈধভাবে দখল করে বালু দিয়ে ভরাট করে উষর করে ফেলা হচ্ছে৷ এইসব জমিতে আর কখনো ফসল ফলবেনা৷ তারা তাদের আগ্রাসন স্থায়ী করার জন্য পরিকল্পিতভাবে একাজ করছে৷

তবে এর জবাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা ডয়চে ভেলেকে জানান, ড্যাপ বাস্তয়বায়নে তারা সক্রিয় রয়েছেন৷ এজন্য একটি উচ্চ পর্যায়ের কমটিও গঠন করা হয়ছে৷ তবে তিনি স্বীকার করেন রাজধানীর শতাধিক হাউজিং ও রিয়েল এস্টেট কোম্পানির মাত্র ২৬টি বৈধ বা তাদের রাজউকের অনুমোদন আছে৷ অবৈধ হাইজিং কোম্পানিগুলোর অপতৎপরতা বন্ধে শিগগিরই মাঠে নামবে মোবাইল কোর্ট৷

তিনি জানান এছাড়া রাজধানীতে যেসব ভবন ইমারত নির্মান বিধিমালা লংঘন করে তৈরী করা হয়েছে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷ ইতিমধ্যেই এধরনের ৫ হাজার ভবন চিহ্নিত করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা