শরণার্থীদের নিয়ে করা প্রতিবেদন ভাল লেগেছে | পাঠক ভাবনা | DW | 04.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শরণার্থীদের নিয়ে করা প্রতিবেদন ভাল লেগেছে

ভারতের নতুন দিল্লি থেকে পাঠক বন্ধু সুভাষ চক্রবর্তী ইমেলে ডয়চে ভেলে বাংলার ওয়েবসাইটে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের উপর মন্তব্য করেছেন৷

তিনি লিখেছেন, ‘‘বার্লিনে উপস্থাপিত ২০১৪ সালের জাতীয় শিক্ষা রিপোর্ট নিয়ে বিস্তারিত প্রতিবেদন থেকে জার্মানির শিক্ষা জগতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারা গেল৷ তবে জার্মানির স্কুল সিস্টেমে ‘বিশেষ স্কুল' আর ‘সাধারণ স্কুল' সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করলে ভাল হত৷ সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার মধ্যে ভারসাম্য বজায় না থাকলে কর্মজগতে সংকট দেখা দিতে পারার যুক্তির যথেষ্ট যৌক্তিকতা আছে৷ এছাড়া জার্মানিতে তরুণ প্রজন্মের সংখ্যা ক্রমেই কমে যাওয়ার কারণে যে কর্মবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য৷ তার ওপর যদি কর্মপ্রার্থী অভিবাসী প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় তাহলে তো কর্মজগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হবে, যার প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়তে বাধ্য৷''

এছাড়া ‘সমাজ সংস্কৃতি' পাতায় ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ সিসিলির শরণার্থী পরিস্থিতি তুলে ধরা প্রতিবেদনটিও তাঁর বেশ ভাল লেগেছে বলে জানিয়েছেন বন্ধু সুভাষ চক্রবর্তী৷

তিনি বলেছেন, ‘‘প্রতিদিন প্রতিটি ওয়েবপেজের পরিবেশনা দেখতে ও পড়ে নিতে কখনই ভুল হচ্ছে না, কারণ জানার আগ্রহকে পরিপূর্ণতা দিতে যে ডয়চে ভেলের পাশে ও ডয়চে ভেলের সাথে থাকতেই হবে৷''

–অনেক ধন্যবাদ বন্ধু সুভাষ চক্রবর্তী, আপনার প্রেরণামূলক ইমেলের জন্য৷ আশা করি সবসময় এভাবেই আমাদের উৎসাহ যোগাবেন৷

এদিকে, বাংলাদেশের ফরিদপুর থেকে নন্দন বেতার শ্রোতা সংঘের মোঃ আফজাল আলী খান ‘‘ঘরেই সূর্যের আলো নিয়ে এসেছেন জার্মান বিজ্ঞানী'' শীর্ষক প্রতিবেদনটি পড়ে জানতে চেয়েছেন কবে নাগাদ এই বাল্বের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে৷

– প্রিয় পাঠক, ভবিষ্যতে এই তথ্য পেলে আপনাদের জানানোর চেষ্টা করা হবে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন