1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে বন্দর নগরী নিংবোতে ভয়াবহ বিস্ফোরণ

২৬ নভেম্বর ২০১৭

শাংহাইয়ের দক্ষিণে চীনের বন্দর নগরী নিংবোতে ভয়াবহ এক বিস্ফোরণে এখন পর্যন্ত দু'জন নিহতের খবর পাওয়া গেছে৷ আহত ৩০ জনেরও বেশি৷ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছেন কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/2oHDY
ছবি: Reuters

রবিবার সকালে নিংবো শহরের পূর্বাঞ্চলের বন্দরে একটি কারখানায় ভয়াবহ এই বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো এলাকা কেঁপে ওঠে৷ আকাশ ছেয়ে যায় ধূসর ধোঁয়ায়৷


স্থানীয় কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে৷ আহত ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷ বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণস্থলের আশেপাশে বেশ কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরের কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে পড়েছে৷

পুলিশ বলছে, বিস্ফোরণের সাথে সাথে আশেপাশের আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে৷ কারণ এ সব ভবন ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা৷ কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷
চীনে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং কারখানায় দুর্ঘটনা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়৷ যদিও সরকার চেষ্টা করে যাচ্ছে, কারাখানায় দুর্ঘটনা কমাতে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় এবং নিয়ম নীতি মেনে কর্মপরিবেশ তৈরি করা হয়৷

২০১৫ সালে বেইজিংয়ের পূর্ব দিকে তিয়ানজিন শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭০ জন মানুষ প্রাণ হারায়৷ ২০১৬ সালে সরকারি তদন্তের পর ঐ ঘটনায় ১২৩ ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়৷


এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য