1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিকমিটি গঠনের কথা স্বীকার করেছে নিজামী

৬ মে ২০১১

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আলবদর এবং শান্তি কমিটি গঠনের কথা স্বীকার করেছেন জামাতের আমির মতিউর রহমান নিজামী৷ ধানমন্ডির সেফ হোমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি এই স্বীকারোক্তি দেন৷

https://p.dw.com/p/11AJ9
Jamaat-e-Islami Ameer Matiur Rahman Nizami. Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, these photos are taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use them.
মতিউর রহমান নিজামীছবি: Mustafiz Mamun

ধানমন্ডির সেফ হোমে এই প্রথম যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার হওয়া কাউকে জিজ্ঞাসাবাদ করা হল৷ তাঁকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় কারাগার থেকে সেফ হোমে নেয়া হয়৷ আধঘন্টা বিরতি দিয়ে টানা বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়৷ ৪ জন তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন৷ প্রথমে তাঁকে মুক্তিযুদ্ধকালীন কিছু ভিডিও চিত্র দেখান হয়৷ এসব ভিডিও চিত্র দেখে নিজামী বলেন, তাঁর অনেক কিছুই এখন মনে নেই৷ একথা জানালেন জিজ্ঞাসাবাদকারী তদন্ত কর্মকর্তাদের একজন সানাউল হক৷

এরপর আরো তথ্যপ্রমাণ সামনে রেখে নিজামীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একাত্তরে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন৷ তিনি বলেন, হুমকির মুখে তিনি আলবদর এবং শান্তকমিটি গঠন করতে বাধ্য হন৷

ট্রাইবুন্যালের আইন অনুযায়ী, নিজামীর আইনজীবী জিজ্ঞাসাবাদের সময় পাশের কক্ষে অবস্থান করেন৷ আধঘন্টা বিশ্রামের সময় নিজামীকে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলারও সুযোগ দেয়া হয়৷ আইনজীবী তাজুল ইসলাম অভিযোগ করেন, নিজামীকে নির্ধারিত সময়ের আগেই সেফ হোমে আনা হয়, যা বিধিসম্মত হয়নি৷

জিজ্ঞাসাবাদ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাওলানা নিজামীকে আবার কেন্দ্রীয় করাগারে পাঠান হয়৷ আগামী রোববার সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সেফ হোমে নেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য