1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিচুক্তির পর তালিবানের ওপর মার্কিন হামলা

৪ মার্চ ২০২০

‘আত্মরক্ষার্থে' এ হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের৷ দুই পক্ষের মধ্যে সহিংসতা বন্ধে শান্তি চুক্তির পর এটিই তালিবানের ওপর প্রথম মার্কিন হামলা৷

https://p.dw.com/p/3Yr4d
Afghanistan US-Kampfjet F-16C
ছবি: Imago Images/StockTrek Images

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তালিবান জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে একটি বিমান হামলা চালানো হয়েছে৷ এক টুইটে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট জানিয়েছেন, আফগান সরকারের ওপর হামলা ঠেকাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ হামলা চালানো হয়৷

১১ দিনের মধ্যে এটিই তালিবানের ওপর প্রথম মার্কিন হামলা৷ গত সপ্তাহেই তালিবানের সঙ্গে হামলা না চালানোর চুক্তি সই করে যুক্তরাষ্ট্র৷

আবার বাড়ছে সহিংসতা

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার আফগানিস্তানের নয়টি প্রদেশে বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে দেশটির সরকারি বাহিনী৷ এসব হামলায় নিরাপত্তাবাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি৷

তালিবানের বিরুদ্ধে শান্তিচুক্তির ‘যথেচ্ছ ব্যবহারের' অভিযোগ এনেছেন লেগিট৷ তাদেরকে চুক্তি মেনে সহিংসতা ও হামলা কমাতে নিজেদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বানও জানান মার্কিন সেনাবাহিনীর এই মুখপাত্র৷ তবে প্রয়োজন হলে নিজেদের ‘বন্ধুদের' রক্ষায় তাঁরা কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি৷

তালিবান অবশ্য কোনো হামলার দায় স্বীকার করেনি৷ কিন্তু গোষ্ঠীটির মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, গত এক সপ্তাহে হামলা ও সহিংসতা কমানো হলেও সে সময় এখন শেষ৷ 

আবার হামলা শুরু করবে তালেবান

২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় এই চুক্তি সই হয়৷ সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবানের দোহা মুখপাত্র সোহাইল শাহীন চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নেবে৷ ২০০১ সালে সংঘাত শুরু হবার পর থেকে তালিবানের প্রধান দাবিগুলোর একটি ছিল এটি৷ দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন ১২,০০০ মার্কিন সেনা রয়েছে৷ সেখান থেকে ৮,৬০০ জনকে প্রত্যাহার করবে তারা৷

এডিকে/জেডএইচ (এপি, ডিপিএ, রয়টার্স)

৪ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...