1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তি আলোচনা টিঁকিয়ে রাখতে কূটনীতিক তৎপরতা চলছে

২৬ সেপ্টেম্বর ২০১০

আর কয়েক ঘন্টা পরেই শেষ হয়ে যাচ্ছে পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ বন্ধের সময়সীমা৷ এরপর আবার তা শুরু হবে বলেই এখন পর্যন্ত পাওয়া খবরগুলো বলছে৷

https://p.dw.com/p/PN72
পশ্চিম তীরের এই অবৈধ স্থাপনাই শান্তি আলোচনার পথে অন্তরায়ছবি: AP

ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিষ্কার করেই বলে দিয়েছেন যে এই সময়সীমা আর বাড়াবেন না তিনি৷ তার মানে হলো শান্তি আলোচনার ভবিষ্যত হুমকির মুখে৷ তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন হয়তো কালই তিনি আলোচনা ভাঙার ঘোষণা করবেন না৷ কারণ এ ব্যাপারে তিনি আগে কথা বলতে চান আরব লিগের নেতাদের সঙ্গে৷ আগামী অক্টোবর মাসের ৪ তারিখে তিনি বিষয়টি নিয়ে আরব লিগের সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে৷ আপনি জানেন যে, এই আরব লিগের অনুমতি সাপেক্ষেই কিন্তু ফিলিস্তিন রাজি হয়েছিল ইসরায়েলের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু করতে৷ এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বার্তাসংস্থা বিবিসিকে বলেছেন, বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি'৷

চুক্তিটা হলো, ইসরায়েল বলছে বসতি নির্মাণ আংশিক বন্ধ রাখা যেতে পারে৷ তবে পুরোপুরি নয়৷ এ ব্যাপারে তারা ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা এখনো করছে৷ এবং সেটা হচ্ছে নিউ ইয়র্কে৷ কারণ জাতিসংঘের অধিবেশন উপলক্ষ্যে এখন সবাই সেখানে রয়েছে৷ যদিও ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাফ কথা, আংশিক নয়, বসতি নির্মাণ পুরোপুরিই বন্ধ করতে হবে৷

যুক্তরাষ্ট্রের তৎপরতা

যুক্তরাষ্ট্র তার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ কারণ তাদের উদ্যোগেই প্রায় দুই বছর পর আবার শুরু হয়েছিল শান্তি আলোচনা৷ এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘে দেওয়া ভাষণে আগামী এক বছরের মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্নের কথা বলেছেন৷ কিন্তু এখনই যদি এই আলোচনা ভেঙে যায় তাহলে সব শেষ হয়ে যাবে৷ তাই যুক্তরাষ্ট্র সবদিক দিয়ে চেষ্টা করছে আলোচনা টিঁকিয়ে রাখতে৷ পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন দুবার বৈঠক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে৷ এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জর্জ মিচেলও বৈঠক করেছেন আব্বাসের সঙ্গে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়