1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহজালাল বিমানবন্দরে পর্নো ছবির প্রদর্শন

২০ ডিসেম্বর ২০১০

পুঁজিবাজারে ধস ও মুদ্রাবাজারে অস্থিরতার খবর নিয়ে সংবাদ মাধ্যমগুলো সরব আজ সোমবার৷ এর পাশাপাশি রয়েছে হাইজ্যাক হওয়া জাহাজের ক্রুদের পরিবারগুলোর আকুল আবেদনের কথা৷

https://p.dw.com/p/Qg5S
ঢাকা, শাহজালাল, বিমানবন্দর, পর্নো, পুঁজিবাজার, প্রথম আলো, বিডি নিউজ, dhaka, airport, porn, share, market, prothom alo, bdnews, newspaper, সংবাদপত্র
জিয়া বিমাবন্দর এখন শাহজালাল বিমানবন্দরছবি: Amran Rahman

ইতিহাসের ভয়াবহ দরপতন

সংবাদটি আজ প্রায় সবগুলো সংবাদপত্রের প্রধান শিরোনাম৷ প্রথম আলোর শিরোনাম সর্বকালের সর্বোচ্চ দরপতন৷ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার সাধারণ মূল্যসূচক প্রায় ৫৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৭২ শতাংশ কমেছে৷ দেশের পুঁজিবাজারের ইতিহাসে এক দিনে এত বেশি সূচক পতনের ঘটনা এটাই প্রথম৷ নয়া দিগন্ত তাদের প্রতিবেদনে জানিয়েছে, এক সপ্তাহ আগে একইভাবে দরপতনের ঘটনা ঘটেছিল৷ এদিকে এই ধরণের দরপতনের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী৷ তারা মতিঝিল এলাকায় ব্যাপক ভাঙচুর ও সড়ক অবরোধ করেন বলেও পত্রিকাগুলোতে বলা হয়েছে৷

মুদ্রাবাজারের পরিস্থিতি

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান শিরোনাম আজ এই নিয়ে৷ শিরোনাম কলমানি রেট রেকর্ড ১৮০ শতাংশ৷ প্রতিবেদনে বলা হয়েছে, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের সুদের হার বা কলমানি রেট রোববার রেকর্ড সর্বোচ্চ ১৮০ শতাংশে উঠেছে৷ এর কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, কলমানি রেট বাজারের ওপর নির্ভর করে৷ এর বৃদ্ধি বা হ্রাস ব্যাংকের তহবিল ব্যবস্থাপনার ওপর নির্ভর করে৷ কেন্দ্রীয় ব্যাংক বাজারে উল্লেখযোগ্য পরিমাণে নগদ অর্থ সরবরাহ করেছে জানিয়ে গভর্নর বলেন, অচিরেই কলমানি রেট কমে আসবে বলে আশা করা যাচ্ছে৷

জলদস্যুদের কবলে পড়ার ক্রুদের পরিবারের আকুতি

রোববার জাতীয় প্রেসক্লাবে জাহাজের নাবিকদের পরিবারগুলো এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন৷ তারা জানিয়েছে, গত ১২ ডিসেম্বর জলদস্যুরা নয় মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করেছিল৷ পাঁচদিনের মধ্যে না দেওয়া হলে ক্রুদের হত্যা করা হবে বলে তারা হুমকি দেয়৷ কিন্তু ক্রুদের মুক্তির জন্য এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি৷

বিমানবন্দরের টিভিতে পর্নো ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্নো ছবি দেখানো নিয়ে প্রতিবেদন ছেপেছে মানবজমিন৷ তাতে বলা হয়েছে, শুক্রবার সকালে বিমানবন্দরের টিভির পর্দাগুলোতে বাংলাদেশের আবহমান বাংলার দৃশ্যাবলীর জায়গায় হঠাৎ করে পর্নো ফিল্ম প্রদর্শন শুরু হয়৷ প্রায় পাঁচ মিনিট ধরে চলে এই প্রদর্শনী৷ এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে শাহজালাল বিমানবন্দর৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই