1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখের পর এবার আমিরের স্বাদ পাচ্ছে বার্লিন

১১ ফেব্রুয়ারি ২০১১

শুরু হয়ে গেছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ গত বছর উৎসবে সাড়া তুলেছিলেন শাহরুখ খান৷ এবার খোদ বিচারকমণ্ডলীর সদস্য আমির খান৷

https://p.dw.com/p/10FUF
জুরিমন্ডলীর সদস্য আমির খানছবি: dapd

জার্মানিতে ‘কিং খান'এর জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নেই৷ স্বর্ণকেশী সুন্দরীরা বৃষ্টি-বাদল-শীত উপেক্ষা করে ঘন্টার পর ঘণ্টা ধরে তাদের প্রিয় নায়কের জন্য অপেক্ষা করছে – এমন দৃশ্য আর বিরল নয়৷ কিন্তু আমির খান তেমন পরিচিত নন৷ একমুখ দাড়িগোঁফ নিয়ে কালো টি-শার্ট ও জিনস পরে আমির জুরিমণ্ডলীর বাকি সদস্যদের সঙ্গে ‘গ্রুপ ফটো'র জন্য যখন দাঁড়ালেন, তখন বোঝারও উপায় ছিল না, যে তিনি কত বড় মাপের অভিনেতা৷

Flash-Galerie Berlinale 2011 61. Internationale Filmfestspiele Berlin
বার্লিনে নতুন সাজে, নতুন ভূমিকায় আমির খানছবি: dapd

যতই বিনয়ী ও নিজেকে গুটিয়ে রাখতে চান না কেন, ভারতের এই খানকে ঘিরে জার্মানিতে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে৷ তাঁর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছে জার্মানির সংবাদ মাধ্যম৷ তাঁকে যে ‘মিস্টার পার্ফেক্ট' নামে ডাকা হয়, তার কারণও ব্যাখ্যা করা হচ্ছে সেই সব প্রতিবেদনে৷ বলা হচ্ছে, বাঁধাধরা ‘হিরো' হিসেবে নিজেকে তুলে ধরা নয় – অভিনয়কেই তিনি গুরুত্ব দেন৷ পরিচালক, প্রযোজক হিসেবেও হাত পাকাচ্ছেন আমির৷ রাজনীতি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতা বাড়ানো, বক্তব্য রাখতে পিছপা হন না আমির খান৷ ‘কিং খান'এর চোক-ধাঁধানো সাফল্যের পর এমন এক খানকে জার্মানি কতটা গ্রহণ করে, সেটাই এখন অপেক্ষা করে দেখতে হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম