শাহরুখ খান | পাঠক ভাবনা | DW | 07.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শাহরুখ খান

ডয়চে ভেলেতে শাহরুখকে নিয়ে একটি বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে৷ মূলত তেমন কিছুই হয়নি৷ জোনাথন রস শো'তে শাহরুখ মজা করে এই কাজটা করেছে৷

তো সেই তিলকে তাল বানিয়ে (বাঙালি তথা মানুষের চিরন্তন স্বভাব) বলা হয়েছে "এক পুরুষের ওষ্ঠে নিজের ঠোঁট লাগিয়ে গভীর চুম্বনে মত্ত শাহরুখ খান"৷ যেই ঘটনা নিয়ে এত শোরগোল সেটা এখানে পাওয়া যাবে ইন্টারনেটে, ব্লগে স্টিল পিকচার যেটা পাওয়া যাচ্ছে সেটা মাই নেম ইজ খান মুভির একটা ডিলেটেড সিন থেকে নেয়া, যেটা শ্যুট করা হয়েছিল কিন্তু পরে সঙ্গত কারণে সেটা বাদ দেয়া হয়েছে৷ মাই নেম ইজ খান এর সেই সিনের সাথে জোনাথান রস শো' এর ঘটনাকে মিলিয়ে শাহরুখকে নিয়ে এই বিভ্রান্তিকর গল্প ফাঁদা হয়েছে৷ মুশাফ৷ sfaisal2005@

ডয়চে ভেলের এফএম অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লাগে৷ বিশেষকরে ক্যাম্পাস পর্বে ছাত্রছাত্রীদের খবরাখবর৷এবং যা চিন্তার খোরাক যোগাতে সাহায্য করে তা হচ্ছে ধাঁধা প্রতিযোগিতা৷ আরো ভালো লাগে আপনাদের বাংলা ওয়েবসাইট৷ ক্যাডেট, মোঃ মিজানুর রহমান, এমসি কলেজ বিশ্ববিদ্যালয়, সিলেট, বাংলাদেশ৷

৪ তারিখ রাতে মুসা ইব্রাহিমের ওয়েবসাইট এবং জাহানারা ইমামকে নিয়ে আলোচনাটি ভালো লেগেছে, ধন্যবাদ৷ মোস্তাফিজুর রহমান, গোয়ালু ডি-এক্স রেডিও ক্লাব, রংপুর, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে তাই সবাইকে ধন্যবদ৷ অসিত কুমার বাপি, খুলনা, বাংলাদেশ৷

ডাইনোসর নিয়ে প্রতিবেদনটি খুব ভালো লাগলো সেজন্য ধন্যবাদ৷ হোসেন আবেদ আলী, রংপুর, বাংলাদেশ৷

ডয়চে ভেলে যেন এক জ্ঞানের মশাল৷ টাটকা বিশ্বসংবাদ, ফিচার, গান আর চিঠিপত্র দিয়ে সাজানো এ যেন এক বাহারি চমক৷ এমএইচ রনি, জিএস রেডিও শ্রোতাক্লাব, ভোলা, বাংলাদেশ৷

পিটকেয়ার্ন দ্বীপটির কথা পড়লাম৷ কিন্তু মোট ১০জন পূর্ণ বয়স্ক পুরুষ মানুষ এই দ্বীপে বাস করেন৷ তার মধ্যে যৌন কর্মী ৮জন৷ কতজন মহিলা বাস করে সেটা জানতে পারলামনা৷ ওখানে কি ইন্টারনেট কানেকশন খুব সহজ ব্যাপার? সেখানকার শিক্ষার হারও জানতে পারলাম না৷ এই প্রতিবেদনটি পড়ে অবাক হলাম৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, সাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

আজ সকালের অধিবেশনে শুনলাম কল সেন্টারের ব্যবসায় ভারতকে পেছনে ফেলে দিয়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছে ফিলিপাইন্স, তবে এতদিন শীর্ষে ছিল ভারত৷ ফিলিপাইন্সকে বলা হচ্ছে কলসেন্টারের রাজধানী৷ ফিলিপাইন্সের সরকারের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে৷২০০১সালে ফিলিপাইন্সে কল সেন্টারের ব্যবসা প্রতিষ্ঠিত হয়৷ খুব ধীরে ধীরে এগিয়ে যায় ব্যবসা৷ দশ বছরেরও কম সময়ের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় ফিলিপাইন্সের কল সেন্টারের ব্যবসা৷ কল সেন্টারের ব্যবসা বলতে আমরা শুধু বুঝতাম টেলিফোনের ব্যবসা৷ কিন্তু এই পরিবেশনাটি না শুনলে এবং ওয়েবসাইটের প্রতিবেদন না দেখলে আমরা কিছুতেই বুঝতে পারতামনা যে এটা এক কথায় এক ধরনের টেলি মার্কেটিং৷

শুভেচ্ছাসহ, দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ি ৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

মিডিয়াম ওয়েভে এখন আমাদের এখান থেকে অনুষ্ঠান মোটামুটি ভালো শোনা যাচ্ছে৷ ওয়েবসাইট দেখছি ভালো লাগছে৷ ওয়েবসাইটে আমাদের কোন মতামত দেখলাম না৷ মাইকেল হালদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের সাথে আমাদের সোনালি সময়গুলো আর কখনো ফেরত আসবেনা একথা ঠিক কিন্তু সুন্দর সম্পর্ক এবং সোনালি স্মৃতিগুলো চিরদিন আমাদের হৃদয়ে গেঁথে থাকবে৷ বিধান সান্যাল, রেডিও মস্কো লিসনার্স ক্লাব, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

বাংলাদেশের খবর বলার জন্য ডয়চে ভেলেকে জানাই আমার ভালোবাসা ও ধন্যবাদ৷ দেওয়ান মোঃ আল-আমিন, dewanmd.alamin@yahoo.com, বাংলাদশ৷

আমি আপনাদের অনুষ্ঠান অনেকদিন থেকে শুনি এবং আমার খুব ভালো লাগে৷ আমি আপনাদের ইমেল ঠিকানা জানতাম না তাই এতোদিন লিখতে পারিনি৷ এএসএম মোত্তাকিন,

mottakin.salvi@gmail.com

আমি একজন ক্রিকেট ভক্ত, আপনারা যদি ক্রিকেট সম্পর্কে আরো একটু বেশি খবর জানান তাহলে ভালো হতো৷ সুব্রত সরকার, মহোনপুর, রাজশাহী, বাংলাদেশ৷

মুক্তি যুদ্ধ নিয়ে আপনাদের বিশেষ পরিবেশনা ও ওয়েব সাইটে বিশেষ পেজ একটি সুন্দর এবং সময় উপযোগী পদক্ষেপ৷ আপনাদের এই চিন্তা ভাবনা দারুণ ফলপ্রসু হবে , আমরা বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানতে পারবো, কারণ ডয়চেভেলের প্রতিটি অনুষ্ঠান সঠিক ও তথ্য নির্ভর৷ সুন্দর পরিবেশনার জন্য আপনাদের অসংখ ধন্যবাদ জানাই৷ ভালো থাকবেন , মহঃ হাফিজুর রহমান. ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব,চুপী, পূর্বস্থলী,  বর্ধমান, ভারত৷