1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষকের করোনা, শিশুরা কোয়ারান্টিনে

১১ আগস্ট ২০২০

জার্মানির পটসডাম শহরে ডে-কেয়ারের একজন শিক্ষকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে৷ যে কারণে স্কুলের শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে এখন বাসায় থাকতে হবে৷

https://p.dw.com/p/3gmpd
প্রতীকী ছবিছবি: Imago/epd

গত সপ্তাহে যেসব শিশু করোনায় আক্রান্ত শিক্ষকের সংস্পর্শে এসেছে, তাদের সকলের মা-বাবাকে পটসডাম শহরের স্বাস্থ্য বিভাগ এবিষয়টি জানিয়েছে বলে নিশ্চিত করেন নগর মুখপাত্র ইউলিয়ানে গ্যুল্ডনার৷ ডে-কেয়ারে করোনা সংক্রমণের বিষয়টি প্রথমে অনলাইন পত্রিকা পটসডামার নয়েস্টেন নাখরিস্টেন-এ প্রকাশ পায়৷ তবে কতগুলো বাচ্চা শিক্ষিকার সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছে বা কোয়ারান্টিনে থাকতে হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি৷ পটসডাম শহরে অবস্থিত প্রাথমিক স্কুল বিল্ডিং এরই একটি অংশ এই ডে -কেয়ার, যেখানে শিশুরা স্কুলের পরে খেলাধুলা ও হোমওয়ার্ক করে৷ বলাই ডে-কেয়ারটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে৷

এনএস/কেএম (ডিপিএ)

৪ আগস্টের ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য