1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষার মান উন্নত হয়েছে, দাবি শিক্ষামন্ত্রীর

১৬ জুলাই ২০১০

এইচ এস সি পরীক্ষার ফলাফলে বোঝা যাচ্ছে শিক্ষার মান উন্নত হয়েছে৷ বলছেন শিক্ষামন্ত্রী৷ ওদিকে গণহত্যা মামলায় মুজাহিদকে পুলিশ হেফাজতে পাঠাল আদালত৷

https://p.dw.com/p/OMp3
শিক্ষা,বাংলাদেশ,শিক্ষামন্ত্রী,এইচ এস সি,পরীক্ষা,ফলাফল,জিপিএ-৫,সুপ্রিম কোর্ট,রিমান্ড,রাজশাহী,ঢাকা,suprim court,Dhaka,SSC,Education,Bangladesh
পরীক্ষার ফলাফল এবার ভালোই হয়েছে (ফাইল ছবি)ছবি: picture alliance / landov

এইচ এস সি ও সমমান পরীক্ষায় বেড়েছে পাসের হার

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে বাংলাদেশের সবকটি সংবাদপত্র তাদের প্রথম পাতায় ছেপেছে বিভিন্ন সংবাদ৷ যার মধ্যে মূলত পাসের হারের অনুপাতবৃদ্ধিকেই প্রাধান্য দিয়েছে দৈনিক ইত্তেফাক এবং কালের কণ্ঠ৷ এবছর মোট পাসের হার ৭৪ দশমিক ৩১৷ যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৪৪ ভাগ বেশি৷ গত বছর পাসের হার ছিলো ৭২ দশমিক ৮৭ শতাংশ৷ এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ৪ জন শিক্ষার্থী৷ তবে পাসের হার বিবেচনায় সিলেট বোর্ড রয়েছে প্রথম স্থানে৷ আর জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ঢাকা বোর্ড শীর্ষ অবস্থান দখল করেছে৷ এর পরের অবস্থান রাজশাহীর৷ সিলেট বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ৷ ঢাকা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ১০ শতাংশ৷ আর রাজশাহী বোর্ডে এবার পাসের মোট হার ৭৫ দশমিক ৪৩ শতাংশ৷ ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২০ জন শিক্ষার্থী৷ আর রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬০২ জন শিক্ষার্থী৷ তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ঢাকার পরেই রয়েছে রাজশাহী৷ দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন শিক্ষার মানেরও উন্নতি হয়েছে যে তা স্পষ্ট হয়ে গেছে এই ফলাফলের পর৷

আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

বিগত জাতীয় সংসদ নির্বাচনে ড. মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ এ সংবাদ জানাচ্ছে প্রায় সবকটি পত্রিকাই৷ দৈনিক কালের কন্ঠ লিখছে, প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন৷ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মহীউদ্দীন খান আলমগীরের করা আপিল অনুমতির আবেদনটি খারিজ করে এই রায় দেওয়া হয়৷ আদালতের এই রায়ের ফলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ থাকবে কি না সে বিষয়ে ইসির আইনজীবী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, 'এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷' তবে সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহিরের মতে, এই রায়ের ফলে মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ থাকবে না৷ ওই আসনে উপনির্বাচন করতে হবে বলে মনে করেন ড. জহির৷

গণহত্যা মামলায় রিমান্ডে মুজাহিদ

মুক্তিযুদ্ধের সময় ৩৪৫ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হল বৃহস্পতিবার৷ তৃতীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এই রায় ঘোষিত হয়৷ এর আগে ওই মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি ইনস্পেক্টর নুরুল ইসলাম সিদ্দিকী আদালতের কাছে মুজাহিদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন৷ প্রসঙ্গত, বুধবার একই মামলায় জামায়াতের অন্য দুই শীর্ষ নেতা মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই