1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষা শেষে স্বনির্ভরতা

বিয়াংকা শ্র্যোডার/আরবি৯ জানুয়ারি ২০১৪

ডিগ্রি শেষ করে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা অল্প কিছু ছাত্র-ছাত্রীই ভাবতে পারেন৷ বিশ্ববিদ্যালয়গুলি এতে উৎসাহ দিচ্ছে৷ শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের গোড়াপত্তনে পাশে এসে দাঁড়াচ্ছে৷ স্বনির্ভর হওয়ার পথ প্রশস্ত করছে৷

https://p.dw.com/p/1AmoF
Gründer Spacial Shoaib Burq Kashif Rasul
ছবি: Bianca Schröder

শোয়েব বার্ক মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরিও পেয়েছিলেন অস্ট্রেলিয়ায়৷ কাজটি তাঁর ভালোও লেগেছিল৷ কিন্তু তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে, সেখানে অবসর নেওয়ার বয়স পর্যন্ত থাকবেন না৷ ৩৩ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান জানান, ‘‘আমি বুঝতে পেরেছিলাম, পেশাগত ক্ষেত্রে বেশি অগ্রসর হতে পারবো না সেখানে৷ আমার ভেতরে সবসময় স্বনির্ভর হওয়ার একটা তাড়না ছিল৷''

Gründer Liecke Michael Liecke
জার্মান শিল্প ও বাণিজ্য সংস্থা ডিআইএইচকে-র মিশায়েল লিকেছবি: Bianca Schröder

নিজের পায়ে দাঁড়াবার আকাঙ্খা

সৌভাগ্যবশত তাঁর চাচাতো ভাই কাশিফ রাসুলেরও নিজের পায়ে দাঁড়াবার একটা আকাঙ্খা ছিল৷ তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়া থেকে বার্লিনে চলে যান গণিতে ডক্টরেট করার জন্য৷ বসবাস করতে থাকেন সেখানে৷ স্বনির্ভর হওয়ার জন্য তো ভালো একটা জায়গা বার্লিন৷ মনে করেন জিও-ইঞ্জিনিয়ার বার্ক৷ সাথে সাথে মনস্থির করে ফেলেন৷ চলে আসেন তাঁর চাচাতো ভাইয়ের কাছে৷

জার্মান শিল্প ও বাণিজ্য সংস্থা ডিআইএইচকে-র মিশায়েল লিকে এই প্রসঙ্গে বলেন, এই দু'জনের মতো ব্যবসায়ী উদ্দীপনা খুব কম শিক্ষার্থীরই রয়েছে৷ ‘‘মাত্র ৭ শতাংশ ছাত্র-ছাত্রী পড়াশোনা সমাপ্তি করে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন৷ আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের স্থান প্রায় শেষ দিকে৷''

Gründer Spacial Shoaib Burq Kashif Rasul
চাচাতো ভাই কাশিফ রাসুলের সঙ্গে শোয়েব বার্কছবি: Bianca Schröder

ইংরেজিভাষী দেশগুলিতে ছাত্র-ছাত্রীরা এদিক দিয়ে এগিয়ে আছেন৷ তবে জার্মানিতেও ছাত্ররা নড়েচড়ে বসছেন এখন৷ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলির উদ্যোগও প্রশংসনীয়৷ বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির সহায়তা ছাড়া রাসুল ও বার্ক-এর পক্ষে তাঁদের ব্যবসায় প্রতিষ্ঠানকে দাঁড় করানো কষ্টকর হতো৷ ‘‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের প্রতিষ্ঠানের অর্থায়ন ও ধরন-ধারণ সম্পর্কে পরামর্শ দিয়েছেন৷ একটি দপ্তর ঠিক করে দিয়েছেন৷ এবং পরিচিত করাতে সাহায্য করেছেন'', বলেন রাসুল৷

স্পেশাল ডিবি'-র গোড়াপত্তন

এইভাবে তাঁদের প্রতিষ্ঠান ‘স্পেশাল ডিবি'-র গোড়াপত্তন হয়৷ এটি একটি জিও-ডেটাবেস প্রতিষ্ঠান চালায়৷ হুইল চেয়ার চালকদের জন্য রুটের পরিকল্পনাকারী, প্রাকৃতিক দুর্যোগের আক্রান্ত স্থানে কর্মরত সাহায্য প্রতিষ্ঠানগুলির জন্য মানচিত্র তৈরি ও তথ্যাবলী সংগ্রহ ও সরবরাহ করার কাজ করে থাকে প্রতিষ্ঠানটি৷

বার্লিনের ফ্রি ইউনিভার্সিটিতে বিশেষ করে গণিত ও কম্পিউটার বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরাই স্বনির্ভর হওয়ার ব্যাপারে উৎসাহী৷ এর সঙ্গে অবশ্য আর্থিক দিকটি জড়িত৷ অনলাইনে কাজকারবার সারতে পারেন বলে তাঁদের খরচ পড়ে কম৷ অন্যদিকে রসায়ন বা এই ধরনের বিভাগের জন্য গবেষণাগার বা অন্যান্য সামগ্রীর প্রয়োজন হয়৷ যা ব্যয়সাপেক্ষ৷

সারা জার্মানিতেই লক্ষ্য করা গেছে যে, নিজস্ব প্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা অনেক বেশি৷ কেননা সুযোগ ও ঝুঁকির নেওয়ার ব্যাপারে মেয়েদের আগ্রহ কম বলে মনে করেন বিশেষজ্ঞরা৷

রয়েছে সনাতন শিল্প প্রতিষ্ঠান

জার্মান শিল্প ও বাণিজ্য সংস্থা ডিআইএইচকে-র মিশাইল লিকে জানান, ‘‘আমাদের সৌভাগ্য যে, জার্মানিতে অনেক শিল্প কারখানা আছে, যেসব আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিষ্ঠিত৷ তবে এগুলি সনাতন প্রতিষ্ঠান৷ আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে বিজ্ঞানের জগৎ থেকে নতুন নতুন প্রেরণা উদ্দীপনা আমাদের প্রয়োজন ৷''

এ জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে ‘ওয়ার্কশপ'-এর আয়োজন করা হচ্ছে৷ যাতে ছাত্ররা তাঁদের প্রতিষ্ঠান গঠনের ব্যাপারে ধ্যান-ধারণা পরীক্ষা করে দেখতে পারেন৷ এই সব সুযোগ সুবিধার ফলে যে, নিজস্ব প্রতিষ্ঠান স্থাপনের একটা ধুম পড়ে যাবে, সেকথা মনে করে না ডিআইএইচকে৷ তবে সচেতন করে তুলতে পারবে সংশ্লিষ্টদের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান