1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষা ছুটির নাম করে প্রবাসী শিক্ষকদের চাকরি যাচ্ছে

১৮ মার্চ ২০১১

শিক্ষা ছুটির নামে বছরের পর বছর দেশের বাইরে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম কমপক্ষে ২০ জন শিক্ষককে চাকরিচ্যুত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ আর নোটিশ দেয়া হয়েছে ১০০ শিক্ষককে৷

https://p.dw.com/p/10blp
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকছবি: DW

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ডয়চে ভেলেকে জানিয়েছেন ১ হাজার ৬শ' শিক্ষকের ৪০০ দেশের বাইরে আছেন৷ তাই বিশ্ববিদ্যালয়ে পাঠদানে সংকটের সৃষ্টি হচ্ছে৷

উপাচার্য জানান, অনেক শিক্ষকই উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে ছুটি শেষ হওয়ার পরও ফিরে আসছেন না৷ ছুটি বাড়ানোর জন্য আবেদন পাঠাচ্ছেন৷ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন আর তা মানছেন৷ কারণ তাঁদের নিজেদের ক্যারিয়ারের জন্য বিদেশে পাঠানো হয়নি৷ পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালেয়ের স্বার্থে, ছাত্র-ছাত্রীদের স্বার্থে৷ তাই যাঁরা ফিরে আসছেন না, তাঁদের চাকরিচ্যুত করা হচ্ছে৷ এরমধ্যেই ২০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে৷ নোটিশ পাঠানো হয়েছে আরো ১০০ জনকে৷ এরা সবাই নিয়ম বহির্ভূতভাবে ৫ বছর বা তার বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন৷

উপাচার্য জানান, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে৷ আর নতুন শিক্ষক নিয়োগের বিষয়টিও প্রায় চূড়ান্ত করে আনা হয়েছে৷ তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা এখন ৩৫ হাজার৷ আর তাদের পাঠদানের জন্য রয়েছেন মাত্র ১ হাজার ৬শ' শিক্ষক৷ এরমধ্যে আবার ৪০০ শিক্ষক দেশের বাইরে রয়ে গেছেন৷ ১ হাজার ২শ' শিক্ষক দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ছে৷ তাই নতুন শিক্ষক নিয়োগ জরুরি৷

আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে ছাত্র-শিক্ষকসহ সব পক্ষকে আন্তরিক হতে হবে৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়