1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের ‘অ্যানিমেল ফার্ম' পড়তে বলে বিপাকে শিল্পা শেঠি

২৯ নভেম্বর ২০১৬

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ২০০৭ সালে ‘বিগ ব্রাদার' জয় করে সারা বিশ্বেই পরিচিতি পেয়েছিলেন৷ এবার আলোচিত তিনি টুইটারে৷ শিশুদের মধ্যে পশুপ্রেম জাগাতে এক বইয়ের কথা বলেছেন তিনি, যেটির সঙ্গে আসলে শিশুদের কোনো সম্পর্ক নেই৷

https://p.dw.com/p/2TRRC
Indien Bollywood-Schauspielerin Shilpa Shetty
ছবি: Getty Images/AFP

১৯৪৫ সালে প্রকাশিত ‘অ্যানিমেল ফার্ম' বইটির সঙ্গে আসলে শিশুদের কোনো সম্পর্ক নেই৷ বইয়ের লেখক জর্জ ওরয়েল কার্যত বিংশ শতাব্দিতে একনায়কতন্ত্র কী রূপ ধারণ করতে পারে, সেটি জন্তু-জানোয়ারের উদাহরণ দিয়ে দেখিয়েছেন৷ এই বই শিশুদের জন্য সুপারিশ করে তাই বেশ বিপাকে পড়েছেন শিল্পা৷ টুইটারে অনেকে ইংরেজিতে #শিল্পাশেঠিরিভিউস হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁকে নিয়ে ঠাট্টা করছেন৷

এত সমালোচনার মুখেও অবশ্য দমে যাননি শিল্পা৷ বরং টুইটারে তিনি দাবি করেছেন, পুরো বিষয়টি নাকি ভুল বোঝাবুঝি ছিল৷ হ্যারি পটার কিংবা অ্যানিমেল ফার্মের মতো বইগুলো তিনি কখনো পড়েননি, তাই সেগুলো কাউকে পড়তে বলার বিষয়টি নাকি ‘প্রশ্নাতীত,' জানিয়েছেন তিনি৷

উল্লেখ্য, বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী হলেও বড় কোনো ছবিতে অভিনয় করতে পারেননি শিল্পা শেঠি৷ তিনি এবং তাঁর স্বামী ভারতের আইপিএলের একটি ক্রিকেট ক্লাবের একাংশের মালিক৷

এআই/এসিবি (এএফপি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য