শিশুদের কাছ থেকে মোবাইল দূরে রাখা উচিত | পাঠক ভাবনা | DW | 09.04.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শিশুদের কাছ থেকে মোবাইল দূরে রাখা উচিত

জার্মানিতে শিশুদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি উঠেছে৷ এই দাবিকে স্বাগত জানিয়েছেন পাঠকদের অনেকে৷ এ বিষয়ে তাঁরা নানা মন্তব্য করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

পাঠক বিলাল হোসেন কোরেশির মতে, ১৮ বছর বয়স হওয়ার আগে শিশুদের হাতে স্মার্টফোন না দেয়াই উত্তম৷ আর আমজাদ হোসেন বলছেন, শিশুদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি নিঃসন্দেহে একটি অর্থপূর্ণ চিন্তা, যা অন্যান্য দেশও অনুসরণ করতে পারে৷ পাঠক আলী আকবরও এই দাবিকে সমর্থন করেছেন এবং এতে খুব ভালো হবে বলে তাঁর ধারনা৷

পাঠক ফরিদ আহমেদ ইমন লিখেছেন, বাংলাদেশে এই নিয়ম হলে খুব ভালো হবে৷ কামরুন নাহারও ইমনকে সমর্থন করেছেন৷

শামসুল হুদা নিশ্চিত যে, এতে খুব ভালো হবে৷ কিন্তু তিনি ভাবছেন একটু অন্যরকম করে, অর্থাৎ তাঁর মন্তব্য এরকম, ‘‘যে হারে তারবিহীন প্রযুক্তির সম্প্রসারণ ঘটছে, তাতে নতুন নতুন সমস্যা দেখা দিবে৷ আরঅ্যান্ডডি (গবেষকরা) আমাদের নতুন প্রযুক্তির সংবাদ দেয় ঠিকই, কিন্তু খারাপ দিকগুলোর কথা কিছুই জানায় না৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন