1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের সুন্দরী প্রতিযোগিতা

১৯ সেপ্টেম্বর ২০১৩

সুন্দরী প্রতিযোগিতায় বয়স খুব বেশি গুরুত্ব পায় না৷ বিশেষ করে সুন্দরী মেয়ের বয়স কম হওয়াটা কোনো সমস্যাই নয়৷ কিন্তু ফ্রান্সে খুব কম বয়সিদের এমন প্রতিযোগিতা বন্ধ করতে চায় সে দেশের সরকার৷ আইন প্রণয়নের উদ্যোগ চলছে৷

https://p.dw.com/p/19kCW
Yemeni girls wear traditional evening dresses with varied veils attached to silver jewels and necklaces during the first fashion show in the Yemeni capital Sana'a, 31 July 2007. For the first time, a fashion show is publicly held in one of the most conservative Arab countries shaped by tribal conventions and customs. Traditional dresses of women in Yemen are characterized by wearing a sort of silver jewelry that must be fit in with the clothes. Foto: EPA/YAHYA ARHAB +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

ফ্রান্সের সেনেটে এ নিয়ে ভোটাভুটি হয়েছে৷ সেখানে ১৬ বছরের কম বয়সিদের কোনো সুন্দরী প্রতিযোগিতা আয়োজন কিংবা এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার বিলটি পাশ হয়েছে ১৯৭-১৪৬ ভোটে৷ এ আইন চূড়ান্ত হলে ফ্রান্সে আর ১৬ বছর বা তার কম বয়সি মেয়েদের জন্য কোনো সুন্দরী প্রতিযোগিতা আয়োজন করা যাবে না৷ কোনো আয়োজক আইন না মেনে কাউকে অংশগ্রহণ করতে দিলে সংশ্লিষ্ট ব্যাক্তির দুই বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার ইউরো জরিমানা হবে৷

ফ্রান্সে অবশ্য এমন প্রতিযোগিতা খুব বেশি হয় না৷ তবু সরকার কম বয়সি মেয়েদের অধিকার রক্ষা এবং হয়রানি রোধ করতে এমন উদ্যোগ নিয়েছে৷ সে দেশের সাংসদ শঁতাল জুয়ানো মনে করেন, এ ধরণের প্রতিযোগিতায় শিশুদের ব্যবহার করে যৌনতাকে উসকে দেয়া হয় বলে সমাজে সমঅধিকারের ভিত হুমকির মুখে পড়ছে৷ কোথাও ছেলেদের নিয়ে কেন এমন প্রতিযোগিতা হয়না – শঁতাল তা জানতে চেয়েছিলেন এক আয়োজকের কাছে৷ আয়োজক তাঁকে বলেছেন, ‘‘ছেলেরা এভাবে নিজেদের নামাতে চায় না৷ ''

অল্প বয়সি মেয়েরা যখন লেখাপড়া করে ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবে, তখন তাদের এমন দৃষ্টিভঙ্গি নিয়ে সৌন্দর্য প্রদর্শনীর প্রতিযোগিতায় নামিয়ে দেয়া আর দেখতে চায় না ফরাসি সরকার৷ তাই বিলটি উত্থাপন করা হয়েছিল সেনেটে৷ সেখানে অনুমোদ পেলেও আইন হিসেবে কার্যকর করার আগে সংসদের নিম্নকক্ষে আরেকবার ভোটাভুটি হতে হবে৷ সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেলেই ১৬ বছর বা তার কম বয়সি মেয়েদের সুন্দরী প্রতিযোগিতা আয়োজন নিষিদ্ধ হবে ফ্রান্সে৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য