1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অলিম্পিকের প্রথম দিনে জার্মানির রুপা জয়

১৪ ফেব্রুয়ারি ২০১০

কানাডার ভ্যাঙ্কুভারে শুরু হওয়া শীতকালীন অলিম্পিকের প্রথম দিনে জার্মানি একটি রুপা জিতেছে৷

https://p.dw.com/p/M0yB
রুপা জেতার পর নয়নারছবি: AP

জার্মানির পক্ষে ২৩ বছর বয়সী মাগডালেনা নয়নার মেয়েদের ৭.৫ কিলোমিটার বিয়াথলন স্প্রিন্টে পদকটি জেতেন৷ তবে নয়নার এই ইভেন্টে এর আগে ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন৷ এবার তিনি স্লোভাকিয়ার অ্যানাস্তাজিয়া কুজমিনার কাছে পরাজিত হন৷

এটা ছিল ২৫ বছর বয়সী কুজমিনার প্রথম বিশ্বজয়৷ সেই সাথে তাঁর দেশ স্লোভাকিয়াও প্রথমবারের মত শীতকালীন অলিম্পিকে স্বর্ণপদক পেল৷

ইভেন্ট শেষে কুজমিনা বলেন, এটা ছিল তাঁর জন্য বড় আশ্চর্যের বিষয়, কারণ স্বর্ণ পাবেন এটা তিনি আশাই করেন নি৷ ইভেন্ট শুরুর আগে নয়নার এবারো স্বর্ণ জিততে যাচ্ছে এ ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন বলে জানান কুজমিনা৷

পেশায় পুলিশ কর্মকর্তা কুজমিনা তাঁর সাফল্যের রহস্য বলতে গিয়ে শুধু একটা কথাই বলেছেন, আর তা হলো প্রশিক্ষণ৷

এদিকে নয়নার বলেছেন, কুজমিনার মতো একজন অপরিচিতের সাফল্যে তিনি অবাক হয়েছেন৷ কারণ সাফল্যের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান৷ তবে শেষের দিকে কিছুটা ভুল করায় স্বর্ণ হাতছাড়া হয়ে যায় বলে নয়নার বলছেন৷ উল্লেখ্য, নয়নার ২০০৮ সালে এই ইভেন্টে সবচেয়ে কম বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হবার রেকর্ড করেছিলেন৷

প্রতিবেদকঃ জাহিদুল হক

সম্পাদনাঃ অরুণ শঙ্কর চৌধুরী