1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষেন্দুর উপন্যাস নিয়ে ছবি হলো কোলকাতায়

২৮ নভেম্বর ২০১০

যুবক মৃদুল সেই ছেলেবেলা থেকেই খুবই সুন্দর বাঁশি বাজায়৷ তার কখনো আনন্দের সুর, আবার কখনোবা দুঃখের বাঁশির সুর শুনে সকলে বলেন বেশ বেশ! সেই মৃদুল এক সময় লন্ডনে চলে যায়৷

https://p.dw.com/p/QKLs
India, tribal, delegate, flute, Bombay, India, শীর্ষেন্দু, উপন্যাস, ছবি, কোলকাতা
ফাইল ছবিছবি: AP

গ্রামে ফেলে যায় তার ছেলেবেলার বান্ধবী নীপাকে৷ যে নিপা তাকে ডাকে বাঁশিওয়ালা বলে৷ এভাবেই শুরু একটি উপন্যাসের৷ আর এভাবেই শুরু হলো সেই উপন্যাসকে অবলম্বন করে তৈরি ছবি বাঁশিওয়ালার৷ বাংলা ভাষার শক্তিশালী ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে এই ছবির পরিচালক অঞ্জন দাশ৷ অবশ্য এর আগে শীর্ষেন্দুর উপন্যাস নিয়ে অনেক নাটক হয়েছে৷ বাংলাদেশে তো তাঁর উপন্যাসের কাহিনী নিয়ে মেগা সিরিয়ালও হচ্ছে টিভিতে৷

যাহোক, বাঁশিওয়ালা কোলকাতার টালিগঞ্জের ছবি৷ ফ্লাশব্যাকে বার বার এই ছবির নায়ক নায়িকারা চলে গেছেন ফেলে আসা সময়ে৷ ক্যামেরায় আছেন অসীম বোস৷ এক কথায় তাঁর ক্যামেরার কাজ এই ছবির দৃশ্যায়নকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে৷

মৃদুল চরিত্রে অভিনয় করেছেন সায়ন মুন্সি৷ নীপা চরিত্রে পাওলি দাম৷ আর লক্ষ্ণীর চরিত্রে ইন্দ্রানী হালদার৷ দারুণ অভিনয় করেছেন তাঁরা৷ এছাড়া অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেন, সোমা দে প্রমুখ৷ সংগীত পরিচালক জ্যোতিষ্ক দাশগুপ্তের পরিচালনায় বাউল গান গেয়েছেন সুপ্রতীক দাস৷ গানটি ছবিটির মতোই সকলের ভালো লাগছে বলেই খবর৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই