1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষে যাওয়ার সুযোগ হারালো শালকে

২২ মার্চ ২০১০

লিগ টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ পেয়েও তা হাতছাড়া করলো বুন্দেসলিগার দল শালকে৷ রোববার তারা হামবুর্গের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে৷

https://p.dw.com/p/MYnK
শালকে- হামবুর্গ ম্যাচের একটি মুহূর্তছবি: AP

রোববার হামবুর্গের জোনাথান পিট্রোইপা শেষ মুহূর্তে গোল করে শালকেকে জয় বঞ্চিত করেন৷ তবে খেলায় শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল হামবুর্গ৷ প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট আগে রুদ ফন নিস্টলরয় গোল করে হামবুর্গকে এগিয়ে নেন৷ তবে ৬০ মিনিটের মাথায় শালকের কেভিন কুরানি তা শোধ করে দেন৷ এরপর ইভান রাকিটিচ পেনাল্টি থেকে গোল করে শালকেকে এগিয়ে নেন৷ কিন্তু খেলা শেষ হওয়ার ১৩ মিনিট আগে সমতা ফেরান পিট্রোইপা৷ এই ড্রয়ের ফলে বায়ার্ন মিউনিখের এক পয়েন্ট পেছনে থাকলো শালকে৷

অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভোল্ফসবুর্গকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছে নীচু সারির দল হের্থা বার্লিন৷ জয়ী দলের গ্রিক খেলোয়াড় থিওফানিস গিকাস হ্যাট্রিক করেন৷ এছাড়া আদ্রিয়ান রামোস দুটি গোল করেন৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই