1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শুকনো লংকা’: একটি সাধারণ মানুষের স্বপ্ন

৪ জুলাই ২০১০

শুক্রবার মুক্তি পাওয়া বাংলা ছবিটির নায়ক প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ সাধারণ মানুষ বলতে এমন একজন, যাকে কেউ পোঁছে না৷ শুকনো লংকা তারই প্রতীক৷

https://p.dw.com/p/OAEI
‘সাধারণ মানুষ’ছবি: picture-alliance/ dpa

মনে করা যাক টলিউডের এক ছোটখাটো অভিনেতা, যার জীবনের সব স্বপ্ন হঠাৎ সফল হয়ে উঠল: চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত এক চিত্রপরিচালক হঠাৎ এই - সত্যজিৎ রায়ের ভাষায় ‘পটলবাবু ফিল্মস্টার'-কে তাঁর ছবির হিরো হবার প্রস্তাব দিয়ে বসলেন৷ মিঠুন অবশ্য বলছেন, এ'ছবি তাঁর নিজের সম্পর্কে নয়৷ একজন সাধারণ মানুষের জীবন হল ঠিক শুকনো লংকার মতো: তার নিজের কোনো স্বাদ নেই, কিন্তু তার স্বাদেই সব রান্নার স্বাদ৷

‘শুকনো লংকা-র পরিচালক গৌরব পান্ডে'ও ঠিক তাই বলছেন: তিনি নাকি প্রেরণা পেয়েছেন সেই সব সাধারণ মানুষদের কাছে, যাদের আমাদের দৈনন্দিন জীবনে সারাক্ষণই প্রয়োজন পড়ে, কিন্তু যাদের আমরা কোনোরকম গুরুত্ব দিই না৷ যেমন যারা ফুটপাথ পরিষ্কার করে৷ - সেই ধরণের এক সাধারণ মানুষের কাহিনী এবার একযোগে মুক্তি পেল দিল্লী, কলকাতা এবং মুম্বই'তে৷ অবাঙালী দর্শকদের জন্য ইংরিজি সাবটাইটেলেরও ব্যবস্থা আছে৷

৮০ মিনিটের ছবিটিতে প্রখ্যাত চিত্রপরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী৷ এবং তাঁর স্ত্রীর ভূমিকায় দেবশ্রী রায়৷ ছবিটির আরেকটি আকর্ষণ হলেন অস্ট্রেলীয় অভিনেত্রী এমা ব্রাউন গ্যারেট৷ তাঁর ভূমিকা হল ইসাবেলা নামধারী এক প্রাক্তন অভিনেত্রী এবং বর্তমান প্রযোজকের, যিনি জার্মানি থেকে ভারতে এসেছেন ছবিটি প্রযোজনা করার জন্য৷ এমা গত আড়াই বছর ধরে ভারতে আছেন, কিন্তু এটাই হল তাঁর প্রথম বাংলা ছবি৷ ভাষাটা না বুঝেও ছবিতে কাজ করতে তাঁর খুব ভালো লেগেছে৷ এবং ইতিমধ্যেই তিনি মিঠুন চক্রবর্তীকে মিঠুন-দা বলতে শিখে গেছেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম