‘শুভ ভালবাসা দিবস’ | পাঠক ভাবনা | DW | 14.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘শুভ ভালবাসা দিবস’

ভালোবাসা পবিত্র এবং সার্বজনীন, আসলে ভালোবাসা এমন-ই হয়৷ ভালোবাসার কোন সীমানা নেই৷ তা না হলে কি আমি হাজার হাজার মাইল দূরে অবস্থিত ডয়চে ভেলেকে ভালোবাসতে পারি?

ডয়চে ভেলের সকল বন্ধুদের ১০১টা লাল তাজা গোলাপের শুভেচ্ছা৷ ‘শুভ ভালবাসা দিবস’৷ চঞ্চল, রংপুর৷

"ঢাকায় সস্তার ফ্ল্যাট, রাজউক’এর কল্যাণে" শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে৷ প্রতিবেদনটির মাধ্যমে জানতে পারলাম যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ঢাকায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য কম দামে ৫০ হাজার ফ্ল্যাট বাড়ি বরাদ্দ দেবে৷ সহনীয় দামে সহজ কিস্তিতে আগামী ৫ বছরের মধ্যে এসব ফ্ল্যাট দেয়া হবে৷ এখন আমরা প্রিয় ডয়চেভেলের মাধ্যমে জানতে চাই, আমরা যারা মফস্বলে বাস করি তারাও কি এই সুবিধা পাব? আমরা যদি এই সুবিধা পাওয়ার যোগ্য হই তাহলে কখন এবং কিভাবে কোথায় যোগাযোগ করব তা এরকম প্রতিবেদনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরলে আমরা বাধিত হব৷ আমরা যারা স্বল্প আয়ের মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা আগামী ২০ বছরেও একটি বাড়ি তৈরি করতে পারব কিনা তা ভাববার বিষয়৷ আমরা যদি এ’ধরণের সুবিধা পাই তাহলে সরকারের কাছে চির কৃতজ্ঞ থাকব৷

গত বেশ কিছুদিন যাবৎ মিশরে সরকার বিরোধী যে বিক্ষোভ চলছে তা দেখে মনে হচ্ছে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক বাংলাদেশের বড় দু'টি রাজনৈতিক দলের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় টিঁকে থাকা যায়, তাকে দেশের জনগণ চায় বা না চায় তাতে তার কোন যায় আসে না৷ দেশের জনগণ বিক্ষোভ, মারামারি, কাটাকাটি, জ্বালাও, পোড়াও যাই করুক না কেন তাতে তার কিছুই যায় আসে না৷

বিজ্ঞান প্রযুক্তিতে "পাঁচশ বছরের প্রাচীন কোরানশরিফ আসছে অনলাইনে" শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ প্রতিবেদনটি পড়ে খুব ভাল লাগল এবং বিশ্বের সর্ববৃহৎ এই কোরানশরিফ সম্পর্কে নানা তথ্য জানতে পারলাম৷ আমরাও এই বৃহৎ কোরানশরিফটি পড়ার ইচ্ছা পোষণ করছি৷ এই কোরানশরিফটি অনলাইনে আসার সাথে সাথে ডয়েচেভেলেকে তার শ্রোতাদের সামনে সংবাদটি তুলে ধরার অনুরোধ রইল৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনেবা শ্রোতাসংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷ rlcamla@yahoo.com

১৩ তারিখ বাংলা পহেলা ফাল্গুন৷ ফুল ফুটুক আর নাই ফুটুক আজ আমার বসন্ত৷ বাঙালি জাতির মহা উত্সবের মাস এই ফাল্গুন৷ বাংলার আকাশে বাতাসে ফাল্গুনের ছোঁয়া লেগেছে৷ সেই সাথে আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস৷ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডয়চে ভেলে পরিবারের সকল শ্রোতা ভাই বোন ও ডয়চে ভেলের সকল কর্মীদের ভালবাসা দিবসের এক রাশ শুভেচ্ছা ও ভালবাসা৷ এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব,চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া৷

সুপ্রিয় বন্ধুরা, ডয়চে ভেলের অনুষ্ঠান দেখা ও শোনার পাশাপাশি আমরা স্থানীয় এলাকার সেবা, কল্যাণ ও উন্নয়নমূলক কর্ম তত্পরতা চালিয়ে থাকি৷ ১২ ফেব্রুয়ারি আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ সহযোগিতায় ১৯তম জাতীয় পোলিও টিকা দিবস উপলক্ষে ২য় রাউন্ডে ০-৫ বছরের শিশুদের দুই ফোঁটা পোলিও ড্রপ এবং ২-৫ বছরের শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়৷ ক্লাবের সদস্যরা ৫টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৫৬০ জন শিশুকে পোলিও টিকা ও ট্যাবলেট খাইয়েছি, যাতে এলাকার শিশুরা পোলিওর প্রভাব থেকে মুক্ত থাকতে পারে৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল ক্লাব, কুষ্টিয়া৷ bdxci99@ovi.com

ওয়েবসাইটে ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন’ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ডাকে আপনাদের পাঠানো ডয়চে ভেলের লোগো শোভিত কাঁধে নেওয়ার অসাধারণ একটি ব্যাগ পেলাম৷ ব্যাগটির জন্য অসংখ্য ধন্যবাদ৷ সুখের কথা, ডাকবিভাগ শুল্ককর হিসেবে কোন পয়সা নেয়নি৷ অভিষেক সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

বিশ্ব সম্পর্কে যতোটা আমাদের জ্ঞানলাভ ও জানা শোনা হয়েছে, তা কেবল ডয়চে ভেলে নামক অনুপম বন্ধুর কারণেই সম্ভবপর হয়ে উঠেছে৷ তাই ডয়চে ভেলের কাছে আমাদের অশেষ ঋণ৷ আধুনিক বিশ্ব সম্পর্কে এক সঙ্গে এতো বিপুল অথচ আকর্ষণীয় তথ্য ও বর্ণনা অন্য কোন মাধ্যমে আছে বলে বলে আমার জানা নেই৷

১০ জানুয়ারির রাতের অধিবেশন শুনলাম৷ এই অধিবেশনে সাম্প্রতিক মিশর পরিস্থিতি নিয়ে স্টুডিও  আলোচনা বেশ ভালো লাগলো৷ মিশরে বিক্ষোভ ও মুবারক সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের চুলচেরা বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ আলোচনা আমাদের মুগ্ধ করছে৷ এত ভালো কভারেজ আমরা অন্য কোনো বেতার বা ওয়েবসাইট থেকে পাচ্ছি না৷ এটা ডয়চেভেলের একটা বিরাট সাফল্য৷ বাংলাদেশে হেনা আক্তারের মৃত্যু ও ময়না তদন্ত এবং মানবাধিকার কর্মী বিনায়ক সেনের জেল হেফাজত ও জামিন আর্জি  নিয়ে প্রতিবেদনগুলি থেকে আমরা বিষয়টি সঠিক ভাবে জানতে পারছি৷ ৫০০ বছরের পুরানো কোরানের অনলাইন কপি প্রকাশ এবং অতিরিক্ত মেদের জন্য বিমান থেকে নামিয়ে দেওয়ার খবর বেশ আকর্ষণীয় ছিল৷ পশ্চিমের জানালা পর্বে লন্ডনে জার্মান ভাষা শেখা সম্বন্ধে জানতে পারলাম৷ বাংলা দেশের ১৯৫২-এর ভাষা আন্দোলনের পথিকৃৎ বদরুদ্দিন অমর সাহেবের সঙ্গে সাক্ষাত্কারমূলক বিশেষ পরিবেশনা শুনলাম৷ ১৯৫২-এর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও আরো অনেক অজানা বিষয় জানতে পারলাম, খুব ভালো লাগলো৷ মহ: হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী , পূর্বস্থলী , বর্ধমান৷

আমি ডয়চে ভেলের বাংলা অনষ্ঠান খুব উপভোগ করি৷ আমার মনে হয় খবর একটু দ্রুত পড়লে আরো বেশি তথ্য দেয়া সম্ভব৷ আশাকরি বিষয়টি নিয়ে ভাববেন৷ দিদার, বাংলাদেশ৷

আমার বয়স এখন ৩২৷ যখন ১৯ ছিলাম তখন থেকেই আপনাদের অনুষ্ঠান শোনা শুরু করেছি৷ এতোদিনে বাংলা অনুষ্ঠানে অনেক পরিবর্তন দেখলাম৷ দীপঙ্কর দেবনাথ, ভারত৷