1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হচ্ছে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ

৩০ এপ্রিল ২০১০

৩০শে এপ্রিল, মানে শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে আইসিসি তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী ম্যাচে, এদিন প্রথম খেলাটি হবে নিউজিল্যান্ড বনাম শ্রীলংকার৷

https://p.dw.com/p/NBD3
বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান দলের অধিনায়ক আফ্রিদিছবি: AP

এদিন ঐ একই স্টেডিয়ামে অন্য ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলা করবে আয়ারল্যান্ডের৷ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে মোট চারটি গ্রুপে৷ খেলবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিকদের নিয়ে মোট ১২টি দল৷

এদের মধ্যে এ গ্রুপে বাংলাদেশ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে৷ বাংলাদেশের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে মে দিবসে, মানে ১লা মে'তে৷ আর আগামী ৫ই মে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে তারা৷

উল্লেখ্য, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ভারত৷ এরপর, ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ সালের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান৷ অর্থাৎ, দু'বারই এই বিশ্বকাপ ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল দক্ষিণ এশিয়াভুক্ত দু'টি দেশ৷ ২০১২ সালে চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক