‘শেখ হাসিনার নোবেলের প্রয়োজন নেই' | পাঠক ভাবনা | DW | 20.12.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘শেখ হাসিনার নোবেলের প্রয়োজন নেই'

‘‘শেখ হাসিনা তাঁর কাজের মাধ্যমে বিশ্ব হৃদয় জয় করেছেন৷ তাঁর আর নোবেলের প্রয়োজন নেই,'' প্রধানমন্ত্রীর নোবেল পাওয়া বিষয়ক প্রতিবেদন পড়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় এমন মন্তব্য করেছেন একজন পাঠক৷ তবে আছে ভিন্ন মতও৷

 ড. ইউনূস নোবেল পেয়েছেন বলে শেখ হাসিনারও নোবেল পাওয়া দরকার, তা নয়৷ কারণ নোবেল পুরস্কার তো সু চি'ও পেয়েছেন, তাতে কী হয়েছে? পাঠক হাদেউল আনাম এই কথার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে, জীবনে নোবেল পুরস্কারই সবকিছু নয়৷

তবে তাইফুর রহমান তাঁর বক্তব্যে জানিয়েছেন, তুরস্ক, জর্ডান এবং জার্মানিতেও এর থেকে বেশি  শরণার্থীকে জায়গা দেয়া হয়েছে৷ এসব দেশের রাষ্ট্রপ্রধানরা তো নোবেল পুরস্কার পাননি৷

আর পাঠক ওবায়েদ উল্লাহর কাছে শেখ হাসিনার সবচেয়ে বড় পরিচয় তিনি বঙ্গবন্ধুর কন্যা৷ তাঁর নোবেল পুরস্কারের প্রয়োজন নেই৷

যদিও নাসির হোসেন বলছেন শেখ হাসিনার সাথে নোবেলের তুলনা চলে না৷ ‘আঙ্গুর ফল টক' শেখ হাসিনার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে জোবায়ের হোসেন এই রসিকতা করেছেন ফেসবুক পাতায়৷

প্রধানমন্ত্রীর নোবেল পাওয়া সম্পর্কে আমাদের ফেসবুক পাতায় পাঠক কামরুল হাসানের মন্তব্য এরকম, ‘‘অভিনয় আর বাস্তবতার মধ্যে অনেক তফাৎ আর এটা যারা বোঝে তারা কৌশলে ধরা খায় না৷ যত বড় জ্ঞান দিয়ে চালাকি করা হোক প্রকৃত জ্ঞানীরা বোঝে কৌশলটা কোথায়৷''

তবে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু মোহাম্মদ আলি মনে করেন, ‘‘আমার মতে শেখ হাসিনার নোবেল পাওয়ার দরকার নেই৷ কেননা নোবেল পাওয়ার পরে দেখা গেছে, নোবেলধারী ব্যক্তিরা, যে ভালো কাজের জন্য তাদের নোবেল দেওয়া হয়েছে, সেই কাজের সাথে তাঁরা আর বেশি দিন যুক্ত থাকে না৷''

আর মাজেদ ভুইয়ার ভাষায়, ‘‘আমাদের প্রধানমন্ত্রীর জন্য নোবেল পুরষ্কার পাওয়া কোনো কারণেই জরুরি নয়৷''

তবে পাঠক আশরাফ দেওয়ান মনে করেন, শেখ হাসিনা নাকি তাঁর কাজের মাধ্যমে বিশ্ব হৃদয় জয় করেছেন৷ তাঁর আর নোবেলের প্রয়োজন নেই৷ 

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন