1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ মুহুর্তে বিশ্বকাপ টিকেট বিক্রির ধুম

১৭ এপ্রিল ২০১০

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র দুই মাসও বাকি নেই৷ এই অবস্থায় টিকেট বিক্রির চুড়ান্ত পর্যায়ে তুমুল সাড়া পড়ে গেছে৷ হাজার হাজার ক্রেতা ভিড় জমিয়েছে টিকেট বিক্রি কেন্দ্রগুলোতে৷

https://p.dw.com/p/Mz42
বিশ্বকাপ ফুটবলের টিকেট

এর আগে যে চার দফা টিকেট বিক্রি হয়েছে তখন তেমন সাড়া পড়েনি৷ তবে সর্বশেষ বৃহস্পতিবার থেকে চুড়ান্ত টিকেট বিক্রির কার্যক্রম শুরু হওয়ার পর বেশ ভিড় জমেছে টিকেট বিক্রি কেন্দ্রে এবং ব্যাংকগুলোতে৷ মোট ১১টি টিকেট বিক্রি কেন্দ্র এবং দক্ষিণ আফ্রিকার ফার্স্ট ন্যাশনাল ব্যাংকের ৬০০ টি শাখায় এবার টিকেট বিক্রি হচ্ছে৷ নগদ টাকার বিনিময়ে কাউন্টার থেকেই টিকেট পাওয়া যাচ্ছে এসব জায়গায়৷ এর আগে ইন্টারনেটে টিকেট ছাড়া হলেও সেসব টিকেট বিক্রির গতি ছিল বেশ ধীর৷ তাই এবার হাতে হাতে টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ আয়োজকরা৷

বিশ্ব ফুটবল সংস্থা ফিফা জানিয়েছে, যে পাঁচ লাখ টিকেট ছাড়া হয়েছে তার মধ্যে গত দুইদিনেই এক লাখ ৩০ হাজারেরও বেশি বিক্রি হয়ে গেছে৷ এর মধ্যে বেশিরভাগের ক্রেতাই দক্ষিণ আফ্রিকার ফুটবল ভক্ত৷ যদিও এর এর আগে তেমন সাড়া দেখা যায়নি দক্ষিণ আফ্রিকার কাছ থেকে, তবে এবার পরিস্থিতি ভিন্ন৷ ফলে সপ্তাহান্তের ছুটির দিনেও টিকেট বিক্রি কেন্দ্রগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে যে ইতিমধ্যে বিশ্বকাপের ৬৪ টি ম্যাচের ২৯ টির সবগুলো টিকেট বিক্রি হয়ে গেছে৷ এর মধ্যে রয়েছে, ১১ ই জুনের উদ্বোধনী ম্যাচ সহ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ৷ এছাড়া ডারবান এবং কেপটাউনে অনুষ্ঠেয় সব ম্যাচের টিকেটও এখন ক্রেতাদের হাতে৷ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের অন্য পাঁচটি দেশের সবগুলো গ্রুপ ম্যাচের টিকেটও বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ফিফা৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক