1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হলো মহাকাশ ফেরি ‘ডিসকভারি’র শেষযাত্রা

১০ মার্চ ২০১১

১৩ দিন মহাকাশে থেকে ফিরে এলো ডিসকভারি৷ বুধবার বাংলাদেশ সময় প্রায় রাত ১১টায় পৃথিবীর মাটি স্পর্শ করে এই ‘স্পেস শাটল’ বা মহাকাশ ফেরিটি৷

https://p.dw.com/p/10Wjd
শেষবারের মত ডিসকভারি আকাশে উড়লোছবি: dapd

এর মধ্য দিয়েই শুরু হলো মার্কিন মহাকাশ ফেরি কর্মসূচির শেষের অধ্যায়৷ কারণ আর কোনোদিন মহাকাশের দিকে রওয়ানা দেবে না ডিসকভারি৷ এই কর্মসূচির বাকী যে দুই ফেরি-- ‘এন্ডেভার' আর ‘আটলান্টিস'—তাদেরও যাত্রা এ বছরই থেমে যাবে৷ ফলে এরপর থেকে মহাকাশে কোনো কিছু পাঠাতে হলে রাশিয়ার ‘সোয়ুজ' ফেরির সাহায্য নিতে হবে মার্কিনীদের৷

তবে ২০১৫ সালের মধ্যে মার্কিন নতুন মহাকাশযান ‘ওরিয়ন' তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ তখন আবার নিজেদের যানে করে আইএসএস'এ যেতে পারবেন মার্কিন মহাকাশচারীরা৷

১৯৮৪ সালে প্রথমবারের মত মহাকাশে গিয়েছিল মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র সবচেয়ে পুরনো ফেরি, ডিসকভারি৷ এরপর থেকে ৩৯ বার সে মহাকাশে গেছে৷ আর সেখানে থেকেছে মোট ৩৬৫ দিন অর্থাৎ এক বছর৷ আর কোনো মহাকাশ ফেরি'র এই রেকর্ড নেই৷

শেষবার সে মহাকাশে নিয়ে গেছে ছয় জন মার্কিন বিজ্ঞানীকে৷ সঙ্গে মনুষ্যাকৃতির একটি স্বয়ংক্রিয় রোবট – যা ইতিহাসে প্রথম৷

মনে করা হচ্ছে, এখন থেকে ডিসকভারি'র ঠিকানা হবে ওয়াশিংটনের ‘স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার এন্ড স্পেস মিউজিয়াম'৷ তবে এ ব্যাপারে নাসা'র পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার