1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজারে দরপতন, ঢাকায় ব্যাপক বিক্ষোভ, ভাংচুর

১৪ ফেব্রুয়ারি ২০১১

শেয়ার বাজারে আবারো দরপতনে ঢাকায় ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর হয়ছে৷ পুলিশ অর্ধশতাধিক ক্ষুদ্র বিনিয়োগকারীকে আটক করেছে৷ সরকারের ২১টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসছে না৷

https://p.dw.com/p/10Gst
ফাইল ফটোছবি: DW

শেয়ার বাজারে এখন শুধু দরপরতন আর দরপতন৷ আজ সকালে লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে শেয়ারের সূচক পড়তে শুরু করে৷ একঘণ্টায় সূচক কমে যায় সাড়ে ৪' পয়েন্ট৷ দিনশেষে সূচকের পতন ঘটে ৪৭৩ পয়েন্ট এবং সূচক দাঁড়ায় ৫৫৭৯ পয়েন্টে - যা গতকাল দিনশেষে ছিল ৬০৫২ পয়েন্ট৷ আর এতে সকাল থেকেই ক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন৷ তারা দিনভর ভাংচুর আর বিক্ষোভ করেন মতিঝিল স্টক এক্সচেঞ্জ ভবনের সামনের রাস্তায়৷ বিক্ষোভ ছড়িয়ে পরে টিকাটুলি থেকে শাপলা চত্তর হয়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত৷ এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়৷ পুলিশ বিক্ষোভকারীদের থামাতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে৷ মতিঝিল এলাকা থেকে কমপক্ষে ৭০ জন ক্ষুদ্র বিনিয়োগকারীকে গ্রেফতার করে পুলিশ৷

ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই অব্যাহত দরপতনে দিশেহারা৷ বিশেষ করে যারা ব্যাংক থেকে লোন নিয়ে শেয়ার কিনেছেন তারা রয়েছেন সবচেয়ে বেশী আতংকে৷ কারণ নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো তাদের লোনের টাকা তুলে নিতে তাদের শেয়ারগুলো বাধ্যতামূলকভাবে বিক্রি করে দেবে৷ ফলে বিনিয়োগকারীদের হাতে আর কিছুই থাকবে না৷

ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে বিক্ষোভ হয়েছে৷ সেখানেও পুলিশ বিক্ষোভকারীদের আটক করে৷ এই পরিস্থিতিতে সরকারের ২১টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসার যে সিদ্ধান্ত হয়েছিল তা বাতিল করা হয়েছে৷ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়৷ যা সাংবাদিকদের জানান কমিশনের মুখপাত্র সাইফুর রহমান৷

সচিবালয়ে অর্থমন্ত্রী অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, পুঁজিবাজার স্থিতিশীল রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ কারণ সরকারী প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসার খবরে বেসরকারি শেয়ারের দাম কমানো হচ্ছে৷

এদিকে ঢাকায় এক সেমিনারে সাবেক স্বররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, শুধু আশ্বাস দিলেই হবে না৷ পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে৷ কারণ ছাত্র ও বেকার যুবক থেকে শুরু করে গৃহবধু পর্যন্ত এই পুঁজিবাজারে বিনিয়োগ করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী