1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজার কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট পেশ

৭ এপ্রিল ২০১১

ডিসেম্বর-জানুয়ারির শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি’কে প্রধানত দায়ী করছে তদন্ত কমিটি৷

https://p.dw.com/p/10pGM
উদ্বিগ্ন ক্ষুদ্র বিনিয়োগকারীরাছবি: DW

তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদ আজ অর্থমন্ত্রীর কাছে তদন্ত রিপোর্ট পেশের পর সাংবাদিকদের জানিয়েছেন, একটি চক্র সংঘবদ্ধভাবে শেয়ার বাজার থেকে কমবেশি ৫ হাজার কোটি টাকা লোপাট করছে৷ কিন্তু এসইসির কাজ ছিল তাদের কারসাজি করতে না দেয়া৷ তারা ব্যর্থ হয়েছে৷

খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং ব্যক্তি দায়ী৷ ব্যবসায়ীদের কেউ কেউ সুযোগ পেলে অসততা করেন৷ তবে এগুলো প্রতিরোধের দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থা এসইসি'র৷ এসইসি সেই প্রতিরোধের কাজ করেনি৷ তাই এই কেলেঙ্কারির প্রধান দায় তাদের৷

তিনি জানান, এসইসির বাইরে এই কেলেঙ্কারিতে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত - তা তাঁরা বুঝতে পেরেছেন৷ কোন কোন ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে তাও তারা বের করছেন৷ কিন্তু কত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত সেভাবে সংখ্যা সুনির্দিষ্ট করেননি তাঁরা৷

তদন্ত কমিটি এসইসি'কে পুনর্গঠনের সুপারিশ করছে৷ আর নিয়োগ করতে বলেছে দক্ষ জনবল৷ কারণ যারা সেখানে বসে আছেন, তাঁদের অনেকরই শেয়ার বাজার সংক্রান্ত দক্ষতা নেই৷

শেয়ার কেলেঙ্কারির পর গত ২৬শে জানুয়ারি কৃষিব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়৷ দু'মাসেরও বেশি সময় তদন্ত শেষে কমিটি তাদের রিপোর্ট দিয়েছে৷ উল্লেখ্য, এটি বাংলাদেশে দ্বিতীয় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী