1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ফিরোজা বেগম

২৯ জুন ২০১০

তাঁর সঙ্গীত শুনে স্বয়ং নজরুল ইসলাম বলেছিলেন, বুলবুল যদি কেউ থাকে তবে তার রং ফিরোজা৷ অসুস্থ সেই ফিরোজা বেগম৷ ধানমন্ডির হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন৷

https://p.dw.com/p/O5Og
নজরুলের গানকে জনপ্রিয় করতে অনন্য অবদান রয়েছে ফিরোজা বেগমেরছবি: Harun Ur Rashid Swapan

মূলত শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন দুই বাংলায় জনপ্রিয় নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগম৷ ঢাকার ধানমন্ডিতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে গত ২৬ জুন থেকে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷

এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, আগের চেয়ে অনেকটাই সুস্থ এখন ফিরোজা বেগম৷ তবে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে সে বিষয়ে শোনা যায় নি কোন মন্তব্য৷ শিল্পীর পুত্র শাফিন আহমেদের দাবি, ‘ গুরুতর অসুস্থ নন ফিরোজা বেগম৷ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আছেন এবং এখন অনেকটাই ভালো আছেন৷ খুব তাড়াতাড়িই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন৷' বলছেন শাফিন৷

দুই বাংলার মানুষের কাছেই নজরুলগীতির সবচেয়ে গ্রহণযোগ্য শিল্পীদের একজন ফিরোজা বেগম৷ দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এই নজরুল সঙ্গীতশিল্পী তাঁর সঙ্গীতজীবন শুরু করেছিলেন ষাটের দশকের গোড়ার দিকে৷ জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সঙ্গীতপরিচালক এবং সুরকার কমল দাশগুপ্ত তাঁর স্বামী৷ এই দম্পতির দুই সন্তান হামিন আহমেদ এবং শাফিন আহমেদও বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় এবং প্রতিভাবান সঙ্গীতশিল্পী হিসেবে যথেষ্ট পরিচিত নাম৷মাইলস নামের যে ব্যান্ডটি এই দুই ভাই পরিচালনা করেন, তাদের জনপ্রিয়তা এবং সেই ব্যান্ডের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত৷

প্রতিবেদন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা সাগর সরওয়ার