1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত

১৬ জানুয়ারি ২০১১

মুনাফ প্যাটেলের এক ওভারের যাদুতে শনিবার শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এক রানে হারালো ভারত৷ ফলে ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা৷

https://p.dw.com/p/zyC0
ভারতের পেসার মুনাফ প্যাটেলছবি: AP

জোহানেসবার্গের এই নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামটিতেই ২০০৬ সালে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রানের পাহাড় ডিঙিয়ে রেকর্ড করেছিল গ্রায়েম স্মিথের দল৷ আর শনিবার ভারতের ১৯০ রান পার হতে গিয়েই মুখ থুবড়ে পড়লো তারা৷ আসলে ওয়ান্ডারার্সের নতুন পিচটির চরিত্রই প্রায় বদলে গেছে বলতে হয়৷ তাই একসময় যেখানে রানের বন্যা ছিল, সেখানে এখন বোলারদের স্বর্গরাজ্য৷

তাই প্রোটিয়াসদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের শুরুতেই গলদঘর্ম হতে হয়েছে ভারতের ব্যাটসম্যানদের৷ পিচের মুভমেন্টকে কাজে লাগিয়ে প্রোটিয়াস পেসাররা শুরু থেকেই চাপে রাখেন টেন্ডুলকার-যুবরাজদের৷ বিশেষ করে লোনওয়াবো সোতসোবের দুর্দান্ত বোলিং এর সামনে অনেকটা অসহায় ছিলেন ব্যাটসম্যানরা৷ তবে শেষ পর্যন্ত যুবরাজ ও অধিনায়ক ধোনির কল্যাণে ১৯০ রান জোগাড় করতে সক্ষম হয় ভারত৷ যুবরাজ সর্বোচ্চ ৫৩ এবং ধোনি ৩৮ রান করেন৷ আর সোতসোবে তাঁর ওয়ানডে সেরা পারফরমেন্স দেখিয়ে ২২ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন৷

Graeme Smith Mannschaftskapitän Cricket Südafrika
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথছবি: AP

জবাবে দক্ষিণ আফ্রিকা বেশ স্বচ্ছন্দেই এগুচ্ছিল৷ একপ্রান্তে উইকেটের পতন হতে থাকলেও অন্যপ্রান্তে অধিনায়ক গ্রায়েম স্মিথের ব্যাটিং বলে দিচ্ছিল খেলায় প্রাধান্য দক্ষিণ আফ্রিকারই৷ ৫৯ বলে হাফ সেঞ্চুরি করার পর স্মিথ বেশ ভালোভাবে শতরানের দিকে এগুচ্ছিলেন৷ কিন্তু সবকিছুই যেন বদলে গেল ৩৩ তম ওভারে এসে৷ মুনাফ প্যাটেলের করা বলের গতি বুঝতে না পেরে প্লেইড অন হয়ে যান স্মিথ৷ দক্ষিণ আফ্রিকা তখন পাঁচ উইকেটে ১৫২৷ এরপর থেকে খেলায় ফিরতে শুরু করে ভারত৷ ১৭৭ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা৷ ৪৩ তম ওভারটি করতে আসেন মুনাফ প্যাটেল৷ উইকেটে তখন বোলিং অলরাউন্ডার মর্নে মর্কেল এবং ওয়েইন পার্নেল৷ মাত্র চার রান দরকার দক্ষিণ আফ্রিকার, হাতে দুই উইকেট, বাকি তখন আরও আট ওভার৷ কিন্তু এক রান হওয়ার পর মর্কেল একটি শর্ট লেন্থ বল মারতে গিয়ে ধরা পড়েন পয়েন্টে৷ ওভারের শেষ বলে আবারও শর্ট লেন্থ বল দিলেন মুনাফ৷ এবার পারনেল একইভাবে শট নিলেন, এবং প্রায় একই জায়গাতে এবার ক্যাচটি লুফে নিলেন যুবরাজ সিং৷ মাত্র একরান আগেই অল আউট দক্ষিণ আফ্রিকা৷ ভারতীয় খেলোয়াড়দের উল্লাস তখন দেখে কে! এভাবে ম্যাচটি হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেশ হতাশ স্বাগতিক প্রোটিয়াসরা৷ এদিকে দুর্দান্ত শেষ ওভারটির কারণে ম্যাচ সেরার পুরস্কার পেলেন ভারতের পেসার মুনাফ প্যাটেল৷ আগামী মঙ্গলবার তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক