1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলংকার বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে লিড

৬ আগস্ট ২০১০

অধিনায়ক বিরেন্দর শেবাগের সেঞ্চুরির সুবাদে শ্রীলংকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে ভারত৷ তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে ইতিমধ্যেই তা টপকে গেছে লংকানরা৷

https://p.dw.com/p/OdHq
Indian cricketer Sachin Tendulkar
ব্যাট করছেন টেন্ডুলকারছবি: AP

শ্রীলংকার প্রথম ইনিংসের ৪২৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল দুই উইকেটে ১৮০ রান৷ উইকেটে ছিলেন শেবাগ এবং টেন্ডুলকার৷ তবে তৃতীয় দিনের শুরুতেই টেন্ডুলকারের উইকেটটি হারায় ধোনির দল৷ অন্যদিকে আগের দিনের অপরাজিত ৯৭ কে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যান শেবাগ৷ মাত্র ৯০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি৷ তবে তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি৷ দলীয় ১৯৯ রানের মাথায় সুরেজ রন্দিবের বলে আউট হন তিনি৷ তবে মিডল অর্ডারের লক্ষণ এবং সুরেশ রায়নার অর্ধশত রান ভারতের ইনিংসটিকে ধরে রাখে৷ তাদের সঙ্গে শেষ দিকের ব্যাটসম্যান মিথুন ৪৬ এবং মিশ্র ৪০ রান যোগ করেন৷ ফলে ৪৩৬ রান করে ১১ রানের লিড নেয় ভারত৷ শ্রীলংকার অফ স্পিনার সুরেজ রন্দিব চারটি এবং পেসার লাসিথ মালিঙ্গা নেন তিনটি করে উইকেট৷

১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করলেও শুরুতেই হোঁচট খেতে হয়েছে সাঙ্গাকারার দলকে৷ ৩২ রানের মাথায় পরানাবিতানা এবং ৩৯ রানের মাথায় দিলশানকে আউট করেন শেবাগ৷ ফলে দিন শেষে দুই উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ দাঁড়িয়েছে ৪৫ রান৷ উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিমধ্যে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলংকা৷

এদিকে আজ থেকে বার্মিংহামে শুরু হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ৷ প্রথম ম্যাচে খারাপ পারফরমেন্সের জন্য দল থেকে বাদ পড়েছেন উইকেট রক্ষক কামরান আকমল৷ তাঁর জায়গায় এসেছেন জুলকারনাইন হায়দার৷ এই ম্যাচেই তাঁর টেস্ট অভিষেক হতে যাচ্ছে৷ এদিকে অবসর থেকে ফেরা মোহাম্মদ ইউসুফের দ্বিতীয় টেস্টে খেলার কথা থাকলেও তিনি খেলছেন না বলে জানা গেছে৷ উল্লেখ্য, প্রথম টেস্টে ইংল্যান্ড ৩৫৪ রানে জয়ী হয়েছিল৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই