1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচের যে ভিডিও ভাইরাল

১৯ মার্চ ২০১৮

গত শুক্রবার শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ওঠে বাংলাদেশ৷ যদিও ভারতের কাছে ফাইনালে হেরেছে টাইগাররা, কিন্তু ‘সেমিফাইনালের’ শেষ ওভারের নাটকীয়তার ভিডিও এখনো ঘুরছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

https://p.dw.com/p/2uZ9n
ছবি: Getty Images/AFP/I.S. Kodikara

১৬ মার্চের সেই ম্যাচটি ছিল রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর৷ প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার সেমি-ফাইনালে রূপ নেওয়া ম্যাচে শ্রীলঙ্কার ১৫৯ রান তাড়ায় বাংলাদেশ জিতেছিল ১ বল বাকি থাকতে৷

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান৷ প্রথম দুই বলে রান হয়নি, দ্বিতীয় বলে রান আউট মুস্তাফিজ৷ তবে রান-বলের টানাপোড়েনের বাইরে ম্যাচে তখন ছড়ালো অন্য উত্তেজনা৷ শেষ ওভারের প্রথম বলটি ছিল বাউন্সার৷ পরের বলটিও বাউন্সার৷ মুস্তাফিজ রান আউট হলেও দ্বিতীয় বাউন্সারের কারণে লেগ আম্পায়ার সংকেত দেন নো বলের৷ কিন্তু লঙ্কানদের প্রতিবাদের মুখে আবার নো-বল তুলে নেন আম্পায়ার৷ বাংলাদেশি ক্রিকেটাররা এর প্রতিবাদ করেন৷

মাঠের বাইরে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে লিপ্ত হন সাকিব আল হাসান৷ প্রতিবাদী অধিনায়ক মাঠ থেকে চলে আসতে বলেন ব্যাটসম্যানদের৷ শেষ মুহূর্তে ব্যাটসম্যানদের থামান ম্যানেজার খালেদ মাহমুদ৷ মেনে নেন টাইগাররা৷

৪ বলে তখন দরকার ১২ রান৷ মাহমুদউল্লাহর বাউন্ডারিতে নতুন আশা৷ পরের বলে দুই৷ দুই বলে যখন প্রয়োজন ৬ রান৷ তখনই মাহমুদউল্লাহর অবিস্মরণীয় ফ্লিকে ছক্কা৷ এবং সেই সুবাদে বাংলাদেশ ফাইনালে৷

ম্যাচের পর সাকিব-নুরুলদের ১ ডিমেরিট পয়েন্ট ও ২৫ শতাংশ জরিমানা হয়েছে৷ উত্তেজনায় ভরা শেষ ওভারের ভিডিওটি ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে শেয়ার করা হয় ফেসবুকে৷ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এটি৷ এ পর্যন্ত প্রায় ১২ লাখ বার দেখা হয়েছে৷

এপিবি/এসিবি

গতবছরের এপ্রিলের ছবিঘরটি দেখুন...