1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কার ক্রিকেট দলে রদবদল

৭ এপ্রিল ২০১১

বিশ্বকাপ হাতছাড়া হয়ে যাওয়ার পর বেশ কিছু আকস্মিক পরিবর্তন এসেছে শ্রীলংকার ক্রিকেট টীমে৷ ক্যাপ্টেন কুমার সাঙ্গাকারা দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন৷

https://p.dw.com/p/10pGJ
ছবি: dapd

সাংবাদিকদের তিনি বলেন, ‘‘গত জানুয়ারী মাসেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ গভর্নিং বডি তখন থেকেই এ কথা জানতো৷ ওয়ান-ডে এবং টোয়েন্টি-টোয়েন্টির ক্যাপ্টেন হিসেবে আমি আর মাঠে নামছি না৷''

৩৩ বছর বয়স্ক সাঙ্গাকারা অবশ্য টেস্ট সিরিজে ক্যাপ্টেন হিসেবেই খেলবেন৷ তিনি আরো জানান, ‘‘আমি মনে করি ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে যে ক্যাপ্টেন থাকবে, এখনই তাকে তৈরি হতে হবে৷ তার জন্য আমি সরে দাঁড়াচ্ছি৷''

কুমার সাঙ্গাকারা ক্যাপ্টেন্সি ছাড়ার কথা সবার আগে জানান, মুত্তিয়া মুরালিথরণ এবং মাহেলা জয়বর্ধনা'কে৷

এরপরই আসে আরেক খবর৷ তা হলো, মাহেলা জয়বর্ধনা ভাইস ক্যাপ্টেন হিসেবে আর খেলছেন না৷ তিনিও সরে দাঁড়ালেন৷ বার্তাসংস্থা এ এফপিকে তিনি জানান, ‘‘দলে তরুণ প্রজন্ম খেলোয়াড়দের স্থান করে দেয়ার, তাদের খেলার সুযোগ দেয়ার সময়ে এসেছে৷ তাই আমি সরে দাঁড়াচ্ছি৷''

শ্রীলঙ্কার ক্রিকেট চেয়ারম্যান ডি সিলভা জানিয়েছেন, জয়বর্ধনার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে৷

ব্যাটসম্যান জয়বর্ধনা ওয়ান ডে-তে সংগ্রহ করেছেন ৯ হাজার ৫২৭ রান এবং টেস্টে ৯ হাজার ৪২৩ রান৷

জয়বর্ধনার সঙ্গে সিলেকশন কমিটির তিনজন সদস্যও পদত্যাগ করেন৷ এর মূলে বিশ্বকাপ না জেতাই দায়ী বলে মনে করা হচ্ছে৷ শ্রীলঙ্কার ক্রিকেট সেক্রেটারি নিশিনাথ রানাতুঙ্গা বলেন, ‘‘চার সদস্যের প্যানেল বুধবার তাদের পদত্যাগ পত্র পেশ করেছে৷''

একসময়ের জনপ্রিয় ক্রিকেটার অরবিন্দ ডি সিলভাও এই কমিটিতে ছিলেন৷ ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছিল৷ সেই সময় অরবিন্দ ডি সিলভা শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিলেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী