1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবাদমাধ্যমে জার্মানির পরাজয় খবর

১৯ জুন ২০১০

চট্টগ্রামের মেয়র নির্বাচনে মহিউদ্দিনের পরাজয় নিয়ে চলছে বিস্তর আলোচনা৷ বিজয়ী মনজুর অবশ্য মহিউদ্দিনকে সঙ্গে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন৷ তবে, এসবের বাইরে বিশ্বকাপে জার্মানির পরাজয়ের খবর নিয়েও সরব সংবাদমাধ্যম৷

https://p.dw.com/p/NxDr
ফাইল ফটোছবি: AP

অঘটনের শিকার জার্মানি

শনিবার সব পত্রিকাই প্রধান শিরোনাম করেছে নির্বাচনের খবর৷ তবে ব্যতিক্রম দৈনিক ইত্তেফাক৷ তাদের প্রধান প্রতিবেদন, ‘‘এবার অঘটনের শিকার জার্মানি''৷ বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে জার্মানির ১-০ গোলে পরাজয় নিয়ে এই রিপোর্ট৷ সেখানে জার্মানিকে বলা হয়েছে সৌভাগ্য বঞ্চিত, একইসঙ্গে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার৷

‘কখনো ভাবিনি মেয়র হব'

‘কখনো ভাবিনি মেয়র হব' -- দৈনিক প্রথম আলোকে একথা বলেছেন চট্টগ্রামের নব নির্বাচিত মেয়র মনজুর আলম৷ শনিবার অধিকাংশ পত্রিকাতেই তাঁর বিশেষ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে৷ দৈনিক কালেরকন্ঠের শিরোনাম, ‘‘নগরবাসীর স্বার্থে মহিউদ্দিনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই''৷ মানে পরাজিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়েই কাজ করতে আগ্রহী তিনি৷

মহিউদ্দিনের ভরাডুবি

শনিবারের দৈনিকগুলো এই বিষয়টি নিয়ে বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে৷ দৈনিক সমকালের শিরোনাম, ‘‘যে কারণে ডুবলেন মহিউদ্দিন''৷ পত্রিকাটির কথায়, ক্ষমতায় থাকাকালে মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, জবরদখলসহ নানা অভিযোগ ওঠে৷ একারণে জনপ্রিয়তা হারান তিনি৷ দৈনিক কালেরকন্ঠে এসংক্রান্ত বিশেষ মন্তব্য প্রতিবেদন লিখেছেন আবেদ খান৷ শিরোনাম, ‘‘স্বেচ্ছাচার সব সময় নিঃসঙ্গই হয়৷''

বরিশালে কিশোরীর আত্মহত্যা

বরিশালে এক কিশোরী আত্মহত্যা করেছে৷ মাত্র ১২ বছর বয়সেই কেন সে আত্মহত্যা করল তা এখনো জানা যায় নি৷ তবে, তদন্ত শুরু করেছে পুলিশ৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে এই খবর৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী