1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংক্রান্ত আলোচনার দুয়ার খুলে দিলেন সম্পাদকরা

৫ মে ২০১১

প্রধান রাজনৈতিক দলগুলির সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন, এই ছিল তাদের মূল পরামর্শ৷ তবে পাশাপাশি ছিল আরো অনেক মতামত এবং প্রস্তাব, যেগুলো দেশের রাজনৈতিক সংস্কৃতিকেই বদলে দেবার ক্ষমতা রাখে৷

https://p.dw.com/p/119Cx
সংসদ ভবনে সব আইন পাশ করা হয়ছবি: DW/Harun Ur Rashid Swapan

দুই মুখ্য রাজনৈতিক দলের মধ্যে বিভেদ: পরোক্ষভাবে তাকেই দায়ী করছিলেন সম্পাদকরা৷ ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, রাজনৈতিক দলগুলো জাতিকে যেভাবে বিভক্ত করে রেখেছে, এবার তা নিরসনের একটি সুযোগ সৃষ্টি হয়েছে৷ তিনি আরো বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে রাঝনৈতিক দূরত্ব যেন আরো বেড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে৷

সম্পাদকরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপক্ষে৷ নিউ এজের সম্পাদক নুরুল কবীর যেমন বলেছেন, এই ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপমানজন এবং রাজনীতির জন্য লজ্জাকর৷ জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ বলেছেন, যে অস্থিতিশীল এবং নাজুক পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয়েছিল, সে প্রেক্ষাপট আর নেই৷ তাই নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার পক্ষপাতী তিনি৷ নুরুল কবীর কিন্তু সরকার এবং বিরোধী দলের মধ্যে পারস্পরিক আস্থা ফিরে না আসা অবধি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাখার পক্ষে, সমকালের সম্পাদক গোলাম সারওয়ারও তাই৷ শ্যামল দত্ত'ও বলেছেন, এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার মতো আস্থা অর্জন করতে পারেনি রাষ্ট্র৷

পূর্ণিমা ধর্ষণ মামলার রায় বের হল৷ পূর্ণিমা সমকালকে বলেছেন, ধর্ষকদের ফাঁসি হলে ভালো হতো৷ প্রথম আলোকে তিনি আরো বলেছেন, ‘সরকারের কাছে দাবি জানাই, আর যেন কোনো নারীকে বিচারের জন্য দশ বছর ধরে অপেক্ষা করতে না হয়৷'

ওদিকে বাংলাদেশ আবার ফুটবল পাগল হতে চলেছে৷ আগামী সেপ্টেম্বরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল একাদশ একটি প্রীতি ম্যাচ খেলবে নাইজিরিয়ার বিরুদ্ধে, খোদ বাংলাদেশে৷ জনকণ্ঠের ভাষায়, ‘খুশি হবার মতো ঘটনা ঘটলে কে না আনন্দিত হয়? তবে এর চেয়েও যদি বড় খুশির খবর এসে হাজির হয়, তাহলে আনন্দের আতিশয্যে জ্ঞান হারাবার দশা হয়৷' জনকণ্ঠের শিরোনামই বলে দিচ্ছে কেন: ‘মারাদোনাও আসছেন মেসিদের সঙ্গে'৷ পেলে আবার নাকি খামোখা বলে ফেলেছেন, তিনি মেসির চেয়ে সেরা৷ তাই সমকালের স্পোর্টস ডেস্ক চাঁচাছোলা ভাষায় লিখেছে: ‘যত বয়স হচ্ছে ততই লোকটির বুদ্ধি লোপ পাচ্ছে৷'

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান