সঙ্গীতকে স্হান দেওয়ায় অনুষ্ঠানে | পাঠক ভাবনা | DW | 29.03.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সঙ্গীতকে স্হান দেওয়ায় অনুষ্ঠানে

২৮ মার্চ থেকে এফ এম আঙ্গিকে প্রচারিত প্রথম আয়োজন ভীষণ উপভোগ করেছি, আমাদের মুগ্ধ করেছে৷ এছাড়া ...

দুটো ফ্রিকোয়েন্সিতেই খুব ভালো শোনা যাচ্ছে৷ সিম্মী আহমেদ কোয়েল, জয়সিদ্ধি, ইটনা, কিশোরগঞ্জ৷

স্বাধীনতা দিবসের আলোকে সাজানো ইনবক্স উপভোগ্য হয়েছে৷ সপ্তাহে দুবার ইনবক্স প্রচারের বলিষ্ঠ পদক্ষেপের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আনিসুর রহমান, নওয়াবেঁকী, সাতক্ষীরা৷

খুব ভালো লাগলো ২৮ মার্চের সকাল ও রাতের অনুষ্ঠান৷ খুব ভালো লাগলো নতুন আঙ্গিকের সাজানো গোছানো ডয়চে ভেলের পরিবেশনাগুলো৷ মোঃ সাইফুল ইসলাম, বগুড়া, বাংলাদেশ৷

নতুন আঙ্গিকে প্রচারিত আয়োজন বেশ আকর্ষণীয়৷ নতুন আয়োজনে সঙ্গীতকে স্হান দেওয়ায় অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হলো৷ লিসা ব্যানার্জী, ঠাকুরপুকুর রোড, কলকাতা, ভারত৷

নতুন আঙ্গিকের অনুষ্ঠান আরো ভালো লাগতো যদি অনুষ্ঠানের শেষে দুই মিনিট সর্বশেষ সংবাদ থাকতো৷ এম সবুজ মাহমুদ, জামালপুর, বাংলাদেশ৷

ভীষণ আকর্ষণীয় নতুন আঙ্গিকের অনুষ্ঠান৷ বেড়েছে বিনোদন, বেড়েছে মান৷ দুই বেলাতেই পেলাম মন মাতানো দুটো গান৷ শ্রোতা ক্লাবের জন্য ইনবক্স হয়েছে আলাদা৷ বিজ্ঞান ডটকম বয়ে আনলো পরিপূর্ণতা৷ চৈতালী ও ডাঃ সিদ্ধার্থ সরকার, মুর্শিদাবাদ, ভারত৷