1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

১৮ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জে দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় রোববার রাতে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন৷ অন্তত আরো ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/41nl8
প্রতীকী ছবিছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

দুর্ঘটনাগুলো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা এবং হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় ঘটেছে৷ নিহত তিনজন হলেন, সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার নাসির উদ্দিনের ৪৩ বছর বয়সি  স্ত্রী মনোয়ারা খাতুন, ২০বছর বয়সি ছেলে নয়ন হোসেন এবং  বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি নয়াপাড়ার মনসু প্রামাণিকের ছেলে ৪৬ বছর বয়সি  ট্রাক্টর চালক ছেলে  আনোয়ারুল ইসলাম৷

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নলকা এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় একটি রিকশা হঠাৎ বিকল হয়ে গেলে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়৷ মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন৷ আহত হন রিকশাচালকসহ আরোও দুইজন৷ এবং অপরজন নিহত হন খালকুলা এলাকায় আরেকটি দুর্ঘটনায়৷

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহিল বাকী বিডিনিউজ জানান, সন্ধ্যার দিকে খালকুলা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক্টরকে একটি বাস ধাক্কা দেওয়ার ফলে ট্রাক্টর চালক আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন৷ বাসের অন্তত আট যাত্রী আহত হয়েছেন৷ আহতের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে৷ ট্রাক্টর ও বাস জব্দ করা হয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য