1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে তিন, কক্সবাজারে দুই নিহত

২২ জুলাই ২০২১

মুন্সিগঞ্জে খাদে পড়ে থাকা মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ কক্সবাজারের হিমছড়িতে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই যুবক৷

https://p.dw.com/p/3xpSb
প্রতীকী ছবিছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামাল উদ্দিন জানান, ঢাকামুখী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছিল বলে তাদের ধারণা৷

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর পাশে আলীপুরায় খাদের পানিতে ওল্টানো অবস্থায় পড়ে থাকা মাইক্রোবাসের খবর পায়৷ পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মাইক্রোবাস থেকে অজ্ঞাত দুইজন নারী আর একজন পুরুষের লাশ উদ্ধর করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়৷  

মাইক্রোবাস থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হলেও তা পানিতে ভিজে বন্ধ৷ সেটা সচল করা গেলে লাশের পরিচয় উদ্ধার সহজ হবে বলে জানান কামাল উদ্দিন৷

এদিকে কক্সবাজারের হিমছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন তিন জন৷

দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলা অংশের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায়৷

চুরমার হয়ে যাওয়া মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ওসমানের ২০ বছর বয়সি ছেলে কফিল উদ্দিন রিফাত এবং কলাতলীর জালাল আহমদের ২৩ বছর বয়সি ছেলে মোহাম্মদ আসিফ৷

আহতদের মধ্যে একজন কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ তবে বাকি দুই জনের পরিচয় জানা যায়নি৷

হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুল হক জানান, বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচ আরোহী আহত হন, পুলিশের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন৷ বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন৷ দুই যুবকের লাশ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান