সড়ক দূর্ঘটনা কমাতে ‘নারী চালক চাই' | পাঠক ভাবনা | DW | 26.06.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সড়ক দূর্ঘটনা কমাতে ‘নারী চালক চাই'

সড়ক দূর্ঘটনা কমাতে চালকদের দূরপাল্লায় পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিকল্প চালক রাখার নির্দেশনা দিয়েছেন৷ এ নির্দেশনা বাস্তবে রূপ দেয়া কতটা সম্ভব, তা নিয়ে  পাঠকদের অনেকেই সন্দিহান৷

সড়ক দুর্ঘটনা কমাতে দূরপাল্লায় চালকদের সাথে বিকল্প চালক রাখার নির্দেশনা কার্যকর হলে দুর্ঘটনা কিছুটা হলেও কমবে বলে বিশ্বাস করেন ডয়চে ভেলের পাঠক মোর্শেদ লিখন৷ ডয়চে ভেলের পুরনো বন্ধু আশরাফুল ইসলামও কিন্তু এই উদ্যেগটি সমর্থন করেছেন৷

বন্ধু বুলবুল হোসেনও প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সমর্থন করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘ভালো উদ্যোগ৷ এতে চালকদের কর্মসংস্থান হবে৷'' তবে তাঁর ধারণা, তা করতে গিয়ে গাড়ির মালিকরা গাড়ির ভাড়া বাড়িয়ে দেবে এবং এতে  সমস্যা হবে যাত্রীদের৷

সাজেদুর রহমানের মতে, এই উদ্যেগ হয়তো কিছুটা কাজে দেবে, তবে এটা কোনো সমাধান হতে পারেনা৷

অয়ন দাসের মন্তব্য, ‘‘ভালো সিদ্ধান্ত৷'' পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন,‘‘ যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে বাণিজ্যিক গাড়ির ড্রাইভারদের জন্য লগবুক থাকে৷ এবং সেখানে তাঁরা কতক্ষণ ড্রাইভ করছেন, কতক্ষণ বিশ্রাম নিচ্ছেন তা লিপিবদ্ধ করতে হয়৷''

অন্যদিকে পাঠক রানা এ বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছেন৷ যেমন ‘‘আগে রোড মনিটরিং সিস্টেম করতে হবে৷ নির্দিষ্ট গতি, নির্দিষ্ট লাইনে এবং যথাযথ যোগ্যতা আছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখতে হবে৷ তাছাড়া ওভারটেকিং বিষয়টা মাথায় রাখতে হবে৷''

তবে পুরোপুরি ভিন্নমত পোষণ করেন ডয়চে ভেলের ফেসবুক বন্ধু মোহাম্মদ রাসেল৷ তিনি কিছুটা হতাশ হয়েই লিখেছেন, ‘‘কোনো লাভ নাই! এরকম হলে দুর্ঘটনা আরও বাড়বে৷ গাড়ি ড্রাইভার, না গাড়ির হেল্পার ড্রাইভ করছে, সেটাই বা মনিটর করবে কে ?''

তবে মহিউদ্দিন মিলাদের মতে, দূর্ঘটনার কারণ মূলত পুরনো গাড়ি৷

পাঠক আলী হোসেন কিন্তু সড়ক দূর্ঘটনা কমাতে নারী চালকের পক্ষে মত দিয়েছেন৷ লিখেছেন, ‘‘নারী চালক চাই৷'' তাঁর ধারণা, ‘‘পুরুষ চালকরা মাদকসেবী৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন