1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সতর্ক ভারত বনাম উজ্জীবিত আয়ারল্যান্ড

৬ মার্চ ২০১১

বিশ্বকাপে আজ দু’টি খেলা৷ দুটোর দিকেই নজর থাকবে ক্রিকেট বিশ্বের৷ যদিও একটি খেলা হবে দু’টো অসম দলের মধ্যে৷ সেটা ভারত আর আয়ারল্যান্ডের মধ্যে৷

https://p.dw.com/p/10U6j
আজও কী আয়ারল্যান্ড এমন খুশী হতে পারবে?ছবি: AP

কিন্তু আগের খেলায় ৩২৭ রান টপকে ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় আয়ারল্যান্ড এখন একটা বিপজ্জনক প্রতিপক্ষ ভারতের জন্য৷ তাই ভারতও বেশ সতর্ক৷ এছাড়া ভারতের বোলিং নিয়ে এখনো সন্তুষ্ট নয় সমর্থকরা৷ কারণ ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রান করেও জিততে পারেনি ভারত৷ অসাধারণ সেই ম্যাচটা টাই হয়েছিল৷ এছাড়া বাংলাদেশ হারলেও ভারতের বিরুদ্ধে ২৮৩ রানের বড় সংগ্রহ গড়েছিল৷ বাংলাদেশ সময় দুপুর তিনটায় ভারতের ব্যাঙ্গালোরে শুরু হবে খেলাটি৷

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

খেলাটি হবে চেন্নাইয়ে৷ ইংল্যান্ডের জন্য একরকম বিশ্বকাপে টিঁকে থাকার লড়াই বলা যায় এই ম্যাচ৷ কারণ এর আগের তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে তারা৷ আর টাই করেছে একটি৷ তবে শেষ খেলায় দুর্বল আয়ারল্যান্ডের কাছেও হেরে যায় ইংল্যান্ড৷ এবং সেটা ৩২৭ রান করার পরও৷ এই ম্যাচে হার এটাও প্রমাণ করে দেয় যে ইংল্যান্ডের বোলিং কতটা দুর্বল৷ কারণ ভারত তাদের বিরুদ্ধে করেছিল ৩৩৮ রান৷ আর দুর্বল হল্যান্ড করেছিল ২৯২ রান৷ এছাড়া ফিল্ডিংয়েও এখন পর্যন্ত ভাল করতে পারেনি ইংলিশরা৷ অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এখনো পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে৷ প্রথম খেলায় তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায় ৭ উইকেটে৷ আর পরের খেলায় নেদারল্যান্ডসকে হারায় ২৩১ রানে৷ তবে ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছেন, ‘‘আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে তেতে আছে ইংল্যান্ড৷ ওই খেলা তাদেরকে আহত করেছে৷ তাই সেখান থেকে ফিরে আসতে তারা আমাদের বিপক্ষে প্রাণপনে লড়বে৷''

বাংলাদেশ

দুটো ম্যাচ খেলতে বাংলাদেশ দল গতরাতে চট্টগ্রাম পৌঁছেছে৷ আগামী শুক্রবার তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে৷ আর তার দুদিন পর নেদারল্যান্ডের বিরুদ্ধে৷ এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে হামলার পর চট্টগ্রামে কঠোর নিরাপত্তা নিতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়