সন্ত্রাসবাদীর পরিণাম এমনই হয় | পাঠক ভাবনা | DW | 02.05.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সন্ত্রাসবাদীর পরিণাম এমনই হয়

‘ওসামা বিন লাদেন নিহত’ শীর্ষক প্রতিবেদনটি পড়লাম৷ ডয়চে ভেলে সেই বেতার যা থেকে তরতাজা সংবাদ মেলে৷ লাদেনের মতো সন্ত্রাসবাদীর পরিণাম এমনই হয়৷ যিনি হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ তার মৃত্যুতে বিন্দুমাত্র শোক নাই

বরং নিহত আত্মারা খুশি হবেন৷ প্রতিদিন নিয়মিত অনুষ্ঠান শুনছি ও অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাচ্ছি৷ ডয়চে ভেলের অনুষ্ঠান সত্যিই দারুণ লাগে৷ এটা এক নেশাও বলতে পারেন৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

ওসামা বিন লাদেন-এর মৃত্যু সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাই৷ ফয়সাল আহমেদ শীপন, গোপালগঞ্জ৷

আজ ২মে সকালে অনুষ্ঠান দারুণ শুনতে পেয়েছি, শ্রবণমান খুব ভালো৷ রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা ও কণিকা বন্দোপাধ্যায়ের গান দারুণ উপভোগ করলাম৷ রতন কুমার পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে ঢাকায় সেমিনারের আয়োজন করা হয়৷ সেই সাক্ষাৎকারগুলো থেকে বিস্তারিত জানতে পারলাম, ভালোই লাগলো৷ তাপস নাথ, কলকাতা, ভারত৷

মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের দিবস৷ সব বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতিবিজড়িত গৌরবময় দিন৷ আমাদের ক্লাবের উদ্যোগে এ দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে৷ এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো৷ এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ৷

১লা মে চলতি ঘটনাতে ‘বহু প্রতীক্ষিত উড়াল সড়কের নির্মাণ কাজ উদ্বোধন' শীর্ষক প্রতিবেদনটি পড়লাম৷ যানজটমুক্ত রাজধানীর প্রত্যাশা নিয়ে উড়াল সড়কের নির্মাণ কাজ শুরু হলো জেনে খুব ভাল লাগছে৷ আমরা প্রত্যাশা করছি এই উড়াল সেতু নির্মাণ শেষ হলে ঢাকার যানজট একেবারে কমে যাবে৷ ‘ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়ার ফুটবল ম্যাচ আয়োজনে ত্রিপাক্ষিক চুক্তি' হয়েছে জেনে আমরা খুব খুশি হয়েছি৷ কারণ আমরা যারা আর্জেন্টিনা বা নাইজেরিয়ার সাপোর্টার তাঁরা তাঁদের পছন্দের দল ও খেলোয়ারদেরকে সামনে থেকে দেখতে পাব এটা ভাগ্যের বিষয়৷ ধন্যবাদ ডয়চেভেলেকে নানা তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য৷

গত ২৮ তারিখের চলতি ঘটনাতে ‘দুর্নীতির সম্পদ বাজেয়াপ্ত করতে হবে : গোলাম রহমান' শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ কঠিন আইন নয়, চাই আইনের সুষ্ঠু ব্যবহার৷ আমরা যত কঠিন আইনই করি না কেন যদি তার সুষ্ঠু ব্যবহার না করি তাহলে আইন থাকা আর না থাকা সমান কথা৷ আইন থাকল কিন্তু আসামী বিনা দোষে খালাস পেয়ে গেল, তাহলে সে আইনের প্রয়োজনই বা কি? কঠোর হাতে দমন করা দরকার এই সব দুর্নীতিবাজদের৷ কারণ তাদের কারণে বাংলাদেশে এতো সমস্যা৷ যদি নানা খাতের টাকা দুর্নীতি না করা হতো এবং সমস্ত কাজকর্ম যথানিয়মে হতো তাহলে সত্যিই বাংলাদেশ অনেক আগেই সোনার দেশে পরিণত হতো৷ শুধু দুর্নীতির সম্পদ বাজেয়াপ্তই নয় দুর্নীতিবাজদেরও কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে যেন পরবর্তীতে আর কেউ দুর্নীতির দিকে হাত না বাড়ায়৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

রবিবার মে দিবসের সকালে আমাদের রেডিও ক্লাবের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয় ৮ ঘন্টার কাজের অধিকার নিয়ে৷ রাস্তায় নানা রকম বক্তব্য রেখেছি, আমরা বলেছি শিশু শ্রমিক রাখা যাবেনা৷ সেইসাথে ডয়চে ভেলের কথা প্রচার করেছি৷ জনগণকে জানালাম জার্মানি থেকে প্রচারিত ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান ও ওয়েবসাইটের কথা৷ ওবেবসাইটের ঠিকানা বিলি করেছি পথচারীদের মাঝে৷ ফেসবুক সম্পর্কেও জানানো হয়েছে৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, নতুন রেডিও লিসনার্স ক্লাব, শাহানগর, মুর্শিদবাদ, ভারত৷

মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে নিয়মিত খবর ও আবহাওয়ার সাথে অপরাধের সম্পর্ক দিয়ে সাজানো অনুষ্ঠান ছিলো অসাধারণ৷ খালিদ হাসান, আজমপুর, কুষ্টিয়া৷

‘রাজকীয় বিয়ে' এই প্রতিবেদনের ছবিটি এতোটাই অসাধারণ হয়েছে যে অন্য কোন ওয়েবসাইট এর ধারে কাছে আসবেনা৷ অনেকে হয়তো এই ছবি পছন্দ করবেনা কিন্তু আপনারা এই সৎ সাহস দেখিয়েছেন৷ সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ৷ সুহৃত ব্যানার্জী, ভারত৷

আমি ডয়চে ভেলের একজন পুরনো শ্রোতা৷ অনুষ্ঠান শুনতে না পারলেও ডয়চে ভেলের ওয়েবসাইট ভিজিট করি৷ কিন্তু ডয়চে ভেলে যেন আগের মতো আর মূল্যায়ণ করেনা৷ আশা করবো আমাদের মতো অবহেলিত শ্রোতাদের দিকে যেন নজর দেয়া হয়৷ মশিউর রহমান, বাংলাদেশ৷

আমি নিয়মিতভাবে আপনাদের ওয়েব সাইট নিয়ে কালচার করি৷ কারণ আপনাদের ওয়েব সাইট খুব সুন্দর৷ বিশ্ব পরস্থিতি, সামাজিক নানান প্রেক্ষাপট, সংস্কৃতি, বিনোদন, খেলা, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে ছবি ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরা হয়৷ আপনাদের বস্তুনিষ্ঠ ও তরতাজা সংবাদ এবং আকর্ষণীয় ফিচার অনুষ্ঠান শোনা এবং জমজমাট ওয়েবসাইটে ঢুঁ মারা আমাদের নিত্য দিনের একটি অভ্যাসে পরিণত হয়েছে৷ এটা আমার একটা কর্তব্য বলেই আমি মনে করি৷ সত্যি কথা বলতে কি অনুষ্ঠান না শুনলে আর ওয়েবসাইট ভিজিট না করলে আমার মনে হয় বিশ্ব থেকে যেন পিছিয়ে পড়লাম৷ তাই নিয়মিতভাবে প্রিয় বেতারের অনুষ্ঠান শুনে নিই সকাল ও রাতে৷ আর সারারাত আমার কেটে যায় আপনাদের ওয়েব সাইট দেখে৷ চমৎকার তথ্যসম্বলিত সময়োপযোগী প্রতিবেদন সহ ওয়েবসাইট উপহার দেবার জন্য আপনাদের সাদর অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি৷

মহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লা, চুপী, পূর্বস্থলী, বর্ধমান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক