1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত শাহজাদ

৫ মে ২০১০

নিউ ইয়র্কে ব্যর্থ গাড়ি বোমা হামলার জন্য অভিযুক্ত ফয়সাল শাহজাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে৷ এদিকে গাড়ির বোমাটি তেমন ভয়াবহ ছিল না বলে জানিয়েছে এফবিআই৷

https://p.dw.com/p/NEVw
ফয়সাল শাহজাদছবি: AP

সন্ত্রাসের অভিযোগ

মঙ্গলবার অভিযুক্ত পাকিস্তানী বংশোদ্ভুত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদের বিরুদ্ধে আদালতে সন্ত্রাস সহ বেশ কিছু আনুষ্ঠানিক অভিযোগ আনেন মার্কিন সরকারি আইনজীবীরা৷ এসবের মধ্যে রয়েছে বিস্ফোরক বহণ ও আনা নেওয়া করা এবং ভবন ধ্বংস করার চেষ্টা করা৷ এছাড়া মানুষ হত্যার চেষ্টার অভিযোগও আনা হয়েছে শাহজাদের বিরুদ্ধে৷ ১০ পৃষ্ঠার এই অভিযোগনামায় বলা হয়েছে, শাহজাদ ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন যে তিনি পাকিস্তানের ওয়াজিরিস্তানে বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছেন৷ তদন্তকাজ সম্পর্কে মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, ‘ তদন্ত চলছে এবং আরও গোয়েন্দা তথ্য জোগাড়ের চেষ্টা করা হচ্ছে৷ আমরা আরও সূত্র অনুসরণ করে যাচ্ছি৷

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত জানার জন্য এফবিআই প্রয়োজনীয় সবকিছু করবে৷ তিনি বলেন, এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে যে কী ধরণের পরিস্থিতিতে আমরা এখন বাস করছি৷

Times Square Autobombe Anschlag
গাড়ি বোমাটিতে এই ঘড়িটি ব্যবহার করা হয়েছিলছবি: AP

পাকিস্তানে গ্রেফতার দুই ব্যক্তি

এদিকে শাহজাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তিকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ করাচী শহরে আটক ওই দুই ব্যক্তি শাহজাদের আত্মীয় বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি৷ পাকিস্তানী নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, ওই দুইজনের সঙ্গে শাহজাদের টেলিফোনে কথোপকথন এখন খতিয়ে দেখা হচ্ছে৷ তবে সিন্ধু প্রদেশের তথ্য উপদেষ্টা জামিল সুমরু দাবি করেছেন যে নিউ ইয়র্কের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি৷ এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের জানান যে মার্কিন কর্তৃপক্ষ সাহায্য চাইলে তাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন তারা৷

পটকা দিয়ে তৈরি বোমা

এদিকে বোমা হামলার জন্য গাড়িটিতে যে বোমাটি পাতা হয়েছিল সেটি তেমন ভয়াবহ ছিল না বলে জানিয়েছে এফবিআই৷ মঙ্গলবার এফবিআই-র উপপরিচালক জন পিস্টোল বলেন, ‘আমাদের মতে এটি খুব নিখুঁত কোন বোমা ছিল না৷ বোমাটি বিস্ফোরিত না হওয়ার অনেক সম্ভাবনাই ছিল৷' এমনকি এটা যদি বিস্ফোরিত হত তাহলে বড় কোন হতাহতের ঘটনা ঘটতো না বলেও মত দিয়েছেন এফবিএআই এর কর্মকর্ত জন পিস্টোল৷ উল্লেখ্য, বোমাটি গাড়ির জ্বালানি প্রোপেন ও গ্যাসোলিন এবং পটকা দিয়ে তৈরি হয়েছে বলে এফবিআই-এর প্রতিবেদনে জানানো হয়েছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম