1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সপ্তাহান্তের জন্য অপেক্ষা করছে জার্মানি

Sanjiv Burman২০ এপ্রিল ২০১১

খ্রিষ্টধর্মীয়দের বিশ্বাস যিশুখ্রিষ্ট মৃত্যুর পরে কবর থেকে পুনর্জীবন লাভ করে স্বর্গে যান৷এই বোধে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা ইস্টার-পর্বে বিশেষ অনুষ্ঠানাদি পালনে ব্রতী৷ সামাজিক আচারাদিও যথারীতি৷

https://p.dw.com/p/10wwN
ডিম খোঁজা ইস্টারের অন্যতম আচারের মধ্যে পড়ে

টলস্টয়ের একটি গল্পের নাম রেজারেকশন, অর্থাৎ যিশুর মৃত্যুর পরে পুনরুত্থান৷

গল্পের নামকরণে মনে হতে পারে, যিশুর জীবনলাভ নিয়ে কাহিনী ফেঁদেছেন কিংবা খ্রিষ্টধর্মের প্রচ্ছন্ন প্রচারণা আছে৷ আদৌ তা নয়৷ যিশু প্রতীকমাত্র৷ যিশু যেহেতু মানুষ, মানুষের জন্যে মানুষের আত্মত্যাগ৷ নানা দুঃখকষ্ট, যন্ত্রণা সত্ত্বেও৷

মানুষই আবার জেগে ওঠে মানুষের জন্যেই৷ হয়ে যায় মহামানব৷ যেমন যিশু৷

যিশুর পুনরুত্থানে খ্রিষ্টধর্মীয়রা ধর্মানুষ্ঠান ছাড়াও নানা সামাজিক আচারাদিও পালন করে৷ ছোটদের জন্যে হরেক খুশিমালার অনুষ্ঠান৷ প্রতীকী খরগোশ, টুনটুনি পাখি, রঙিন ডিমের আয়োজন৷ সবই সবুজ ঘাস-গাছপালার ভিতরে লুকানো৷ ছোটরা খুঁজতে গিয়ে চকলেট পেয়ে মহাখুশি৷ আনন্দিত৷

বসন্তকালীন সময়েই ইস্টার৷ প্রকৃতি সবুজাভ৷ প্রকৃতির নবজীবন৷ পুনরুত্থান৷

যিশুর পুনরুত্থানেই মানুষের নবজীবন – এই বোধ খ্রিস্টানদের৷

ধর্ম এখানে গৌণ৷ ইস্টারে আছে সামাজিক সংস্কৃতি, বলেন তুরস্কের একজন মুসলিম৷

ইস্টারে আমাদের শৈশব খুঁজে পাই৷ আমাদের শৈশব চারিয়ে দিই সন্তানকুলে৷ যিশুর পুনরুত্থানে ইস্টারের গুড ফ্রাইডে বৈশ্বিক সমাজ-মানববন্ধন, মানুষের জাগরণই সৌহার্দ্যপূর্ণ – বলেন অন্য কেউ৷

উল্লেখ্য, যিশুর জন্মদিন নয় , পুনরুত্থানই খ্রিস্টধর্মীয়দের কাছে বড়ো পরব৷

প্রতিবেদন: দাউদ হায়দার , বার্লিন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক