1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সফল পৌর নির্বাচনে বিএনপি’র সাফল্য

১৩ জানুয়ারি ২০১১

বাংলাদেশের পত্রপত্রিকাগুলো জুড়ে স্বভাবতই রাজশাহী-রংপুরের পৌর নির্বাচনের খবর৷ সেই সঙ্গে রয়েছে প্রচণ্ড শৈত্যের খবর৷ এবং এতো উত্তেজনা সত্ত্বেও গ্রামীণ ব্যংকের বিশেষ অডিটের খবরটা কোনো কোনো পত্রিকায় স্থান পেয়েছে৷

https://p.dw.com/p/zwtf
বিএনপি’র সুদিনের আভাস?ছবি: Mustafiz Mamun

বিরোধীদল বিএনপি যে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে ভালো ফলাফল করল, এ'বিষয়ে খবরটা সর্বত্র, কিন্তু তা' নিয়ে কোনো মন্তব্য নেই৷ যেন এটা কিছুটা প্রত্যাশিতই ছিল, এবং বাকিটা ক্রমশ প্রকাশ্য৷

ভোট কীরকম হল, সে'বিষয়ে যুগান্তরের সংক্ষিপ্ত বর্ণনা: ‘‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোটাররা ভোট দেন৷ সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে৷''

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মিডিয়া ব্রিফিং'এ সব পত্রিকাই সংবাদদাতা পাঠিয়েছিল৷ ইসি বলেছেন, ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে, বলে তাঁর ধারণা৷ প্রচণ্ড শীতের কারণেও ভোট কম পড়ে থাকতে পারে৷ নির্বাচনি পরিবেশে তিনি সন্তুষ্ট৷ কোনো অনিয়মের কারণে যে ভোটকেন্দ্র বন্ধ করতে হয়নি, তা'তে তিনি খুশি৷

বিএনপি'ও বলেছে যে, ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে৷ বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের প্রেস ব্রিফিং'এ কিন্তু তিনি এ'আশঙ্কাও প্রকাশ করেন যে, ভোটগণনায় কোনো ধরণের কারচুপি হলে গণবিক্ষোভ হতে পারে৷ এটা জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

নির্বাচন সফল কিনা, এই প্রশ্নে দ্য ডেইলি স্টারের মতে ইসি যে নির্বাচনি সহিংসতার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন, এই সাফল্য তারই ফল৷ বিগত দোসরা জানুয়ারি ইসি ঝিনাইদহ এবং রামগড়ের পৌর ভোট বাতিল করেন সহিংসতার কারণে৷ ২০০৪ সালের মে'র সেই দাঙ্গা-হাঙ্গামা, কারচুপিতে ভরা শেষ পৌর নির্বাচনের কথাও স্মরণ করিয়ে দিয়েছে দ্য ডেইলি স্টার৷

গ্রামীণ ব্যাংকের বিশেষ অডিটের খবরটাকে গুরুত্ব দিয়েছে যুগান্তর, ডেইলি স্টার৷ গ্রামীণ ব্যাংক সংক্রান্ত সরকারি পর্যালেচনা কমিটিকে সাহায্য করবে বাংলাদেশ ব্যাংক, একটি বিশেষ অডিট পরিচালনা করে৷ কমিটি আগামী তিনমাসের মধ্যেই সরকারকে তাদের রিপোর্ট দেবে৷ কাজেই তার মধ্যেই অডিট হওয়ার কথা৷ কমিটির চেয়ারম্যান অধ্যাপক মনোয়ার উদ্দীন আহমেদ কিন্তু বলেছেন, এ'টা কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তদন্ত নয়৷ এবং কমিটির রিপোর্টটাও হবে বিশ্লেষণধর্মী৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য