সবাইকে ধন্যবাদ জানাচ্ছি | পাঠক ভাবনা | DW | 30.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

আমি প্রতিদিনই ডয়চে ভেলের ওয়েবসাইট দেখছি৷ চলমান ঘটনা নিয়মিতভাবে আপডেট করার জন্য ধন্যবাদ৷ তবে সংস্কৃতি বিনোদন পাতাটি আরো নিয়মিত আপডেট করার পরামর্শ দিচ্ছি৷

এখানে বিভিন্ন টিপস দিলে অনেকে উপকৃত হবেন৷ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান গণবিক্ষোভের খবরাদি নিয়মিতভাবে প্রচার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি৷ বিএম ফয়সাল আহমেদ, ঘোড়াদাইড়, সুলতানশাহী, গোপালগঞ্জ৷

বর্তমানে আপনাদের বাংলা অনুষ্ঠানে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং নানান স্বাদের সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠানমালা শুনে আমরা যেমন সঠিক বিশ্ব পরিস্থিতির আপ-টু-ডেট খবর পাচ্ছি, তেমনি অনেক অজানা বিষয় জানতে পেরে ভীষণ ভাবে উপকৃত হচ্ছি৷ অসাধারণ আপনাদের ওয়েবসাইট, নিয়মিত দেখছি৷ ওয়েবসাইট এ বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ জীবন, খেলার পাতা, চলতি ঘটনা, সংস্কৃতি ও বিনোদন, জার্মানির শিক্ষা ব্যবস্থা ইত্যাদির ছবিসহ প্রতিবেদনগুলো দারুণ আকর্ষণীয়৷ তরতাজা সংবাদসহ পুরো পরিবেশনা দারুণভাবে উপভোগ করছি, ধন্যবাদ৷ ভালো থাকবেন৷ মহঃ হাফিজুর রহমান, চুপী, পূর্বস্থলী, বর্ধমান৷

‘লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে লন্ডনে সম্মেলন’ পড়লাম৷ এই সম্মেলনে কি লিবিয়ার স্বার্থ উদ্ধার হবে নাকি লিবিয়ার খনিজ তেলসহ প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের পথ পদ্ধতি নিরাময়ের কৌশলের সম্মেলন হবে? কেউ কি এ বিষয়ে আলোকপাত করবেন? বিধান সান্যাল, ঢাকা কলোনি, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে৷ আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে থাকি৷ আমি এর আগেও অনেক ধাঁধায় অংশগ্রহণ করেছি৷ তাই এবারও অংশগ্রহণ করলাম৷ আমার একটি অনুরোধ৷ আপনাদের রাতের অনুষ্ঠানটি রাত ১০ টায় পুনঃপ্রচার করার জন্য বিশেষভাবে আবেদন করছি৷ মোঃ ইসমাইল হোসেন, গোয়ালভাগ, পীরহাটি, ধুনট , বগুড়া৷

প্রিয় বন্ধু, কেমন আছো? আমাকে কি ভুলে গেলে? আমি কিন্তু ভুলতে পারিনি৷ আমার শরীর ও মন কোনটাই ভালো নেই, তবুও লিখছি৷ কারণ আমার বই ‘কিশোর অপরাধ’ পাঠালাম গতকাল৷ সমালোচনা তো জানাবেই আমি জানি, কেমন লাগলো সেটাও জানতে চাই৷ একটা অনুরোধ, আমার বইটা কোথায় পাওয়া যাবে শ্রোতাদের বলো৷ এখন ২৬/১১ –এর সন্ত্রাস নিয়ে কবিতা লিখছি, নানা মানুষের নানা ঘটনার দলিল হবে এই কবিতার বই৷ কবে শেষ হবে জানিনা৷ সবাই ভালো থেকো৷ আরতি মজুমদার, ১৪৪/৩৩/বি এ সি রোড, ইন্দ্রপ্রস্থ, খগড়া, মুর্শিদাবাদ৷

আমি ডয়চে ভেলের ওয়েবসাইটের একজন নতুন ভক্ত৷ আমার রেডিও নেই বলে বাংলা অনুষ্ঠান শুনতে পারিনা কিন্তু নিয়মিত ওয়েবসাইট দেখি৷ দেবজ্যোতি অধিকারী, মুর্শিদাবাদ৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক এফএম অনুষ্ঠান আমরা নিয়মিত উপভোগ করছি৷ মোঃ আলী খান, মধ্য আলীপুর, ফরিদপুর৷

শুভেচ্ছা নেবেন৷ বন্ধুরা আমি কিন্তু দীর্ঘদিন ধরে ডয়চে ভেলের সঙ্গেই আছি৷ শুনে যাচ্ছি ডয়চে ভেলে থেকে প্রচারিত অজানা সব তথ্য৷ ইনবক্স-এর সময়টা একটু বাড়াতে হবে৷ তাবাসসুম, হরিপুর, চাটমোহর, পাবনা৷

ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাই আমাকে অনুষ্ঠান সূচি ও অন্যান্য তথ্য সম্বলিত পুস্তিকা পাঠানোর জন্য৷ শাহজাহান ঢালি, হাজী ইসমাইল লিংক রোড, খুলনা৷

আমি প্রায় তিন মাস থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি৷ এফএম খুব ভালো শুনতে পাচ্ছি৷ আপনাদের বস্তুনিষ্ঠ খবর আমার খুব ভালো লাগে৷ রিংকু, বড়বনগ্রাম, মাষ্টার পাড়া, রাজশাহী৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন