1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবাইকে নিয়ে কাজ করবেন চট্টগ্রামের নতুন মেয়র মনজুর

১৮ জুন ২০১০

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং অফিসার জেসমিন আরা টুলি মেয়র পদে বিজয়ী হিসেবে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমের নাম ঘোষণা করলে তাঁর সমথর্করা উল্লাসে ফেটে পরেন৷

https://p.dw.com/p/NwtI
চট্টগ্রামের জলবদ্ধতা দূর করার অঙ্গীকার করেছেন নতুন মেয়রছবি: AP

মনজুর আলম তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চেয়ে প্রায় এক লাখ ভোট বেশী পেয়ে জয়ী হন৷

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনজুর আলম চট্টগ্রামের সমস্যা সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করার ঘোষণা দেন৷ তিনি তাঁকে বিজয়ী করার জন্য চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান৷ আওয়ামী লীগ এই ভোটের ফলাফলকে মেনে নিয়েছে৷ কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের জানান, জনগণের রায় মেনে নেয়ার মত মানসিকতা থাকা উচিত প্রতিটি রাজনৈতিক দলের৷

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মনজুর আলমের প্রধান নির্বাচনী পরামর্শদাতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটা পরিবর্তনের ইচ্ছা থেকেই চট্টগ্রামের ভোটাররা মনজুরকে ভোট দিয়েছেন৷ তবে এটাকে নিয়ে বেশী রাজনীতি না করতে তাঁর দলকে সতর্ক করে দেন তিনি৷ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া মনজুর আলমকে মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন